মাদক সম্রাট ব্লাক জনীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা
Published: 16th, October 2025 GMT
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আসন্ন নির্বাচনে রাষ্ট্রিয় বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ততা থাকার অপরাধে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মতিউর রহমান ওরফে ব্লাক জনী মনোনয়পত্র বাতিল ঘোষনা করেছে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তথা উল্লেখিত আসন্ন নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উল্লেখিত স্কুলে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ওই মনোনয়ন পত্রটি বাতিল ঘোষনা করেন।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকী।
এর মধ্যে পুরুষ অভিভাবক প্রতিনিধি ও মহিলা অভিভাবক প্রতিনিধি প্রাথীরা গত সোমবার (১৩ অক্টোবর) উল্লেখিত প্রতিষ্ঠান থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে গত বুধবার (১৫ অক্টোবর) ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দেন।
অভিভাবক প্রতিনিধি পুরুষ পদে ৫ জন প্রার্থীরা হলো রমিজ মিয়া, রোমান, সাইফুদ্দিন, আল মামুন ও মাদক সম্রাট মতিউর রহমান জনী। মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে ঝুমুর বেগম মনোনয়ন পত্র জমাদেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। ৫ জন প্রার্থী মধ্যে বন্দর থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মতিউর রহমান ওরফে ব্লাক জনী রাষ্ট্রিয় বিরোধী কর্মকান্ডে সক্রিয় থাকার অপরাধে ১৬ অনুচ্ছেদ জ ধরায় মনোনয়ন পত্র বাতিল করা হয়।
আগামী ১৯ অক্টোবর বিকেল ৪টায় মনোনয়ন পত্র প্রত্যাহার ও আগামী শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে , বন্দর থানার সুচিয়ারবন এলাকার আমানউল্ল্যাহ মিয়ার ছেলে তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মতিউর রহমান জনী ওরফে ব্লাক জনী দীর্ঘ দিন ধরে কলাগাছিয়া, সুচিয়ারবন, মহনপুরসহ বিভিন্ন এলাকায় মাদকের হাট গড়ে তুলেছে।
তার সাথে রয়েছে বিশাল মাদক সেবী চক্রসহ সন্ত্রাসী বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানে তালিকাভূক্ত মাদক সম্রাট ব্লাক জনী প্রার্থী হওয়ার খবরে সচেতন মহলসহ উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক মহলের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব ল ক জন উল ল খ ত
এছাড়াও পড়ুন:
ব্রাকসু নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে তফসিল স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. মোহসীন আহসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী ও ড. প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার ড. মোহসীন আহসান বলেন, ‘‘হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে।’’
কমিশন অভিযোগ করে, হলভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর যে তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে, তাতে একাধিক অসঙ্গতি; ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখলে নির্বাচনী ন্যায়সঙ্গতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে।
কমিশন মনে করে, ভোটার তালিকার ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে। সংশোধিত ও যাচাইকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট দ্রুত সরবরাহ করতে হবে। যেন নির্বাচন কার্যক্রম কোনো বিলম্ব ছাড়া পুনরায় শুরু করা যায়। নির্বাচন কমিশন স্বচ্ছ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি অঙ্গীকারবদ্ধ।
এর আগে, সকাল থেকে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করেন।
ঢাকা/সাজ্জাদুর/রাজীব