অ্যানথ্রাক্স হলো, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের স্পোর গঠনকারী ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রমণ। প্রাণি থেকে এ রোগ মানুষে ছড়ায়। যে প্রাণিরা জাবর কাটে, যেমন গরু, ছাগল, ভেড়া—এরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। আক্রান্ত পশু থেকে ও দূষিত পশুজাতপণ্য থেকে মানুষ আক্রান্ত হতে পারে।অ্যানথ্রাক্স সাধারণত প্রাণি থেকে প্রাণিতে বা মানুষ থেকে মানুষে ছড়ায় না।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতের সাথে সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনবে: পাকিস্তান
ভারতের সাথে ভবিষ্যতে যে কোনো সংঘর্ষ ‘বিপর্যয়কর ধ্বংস’ ডেকে আনতে পারে। পাকিস্তান কোনো দ্বিধা বা সংযম ছাড়াই দৃঢ়ভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। শনিবার পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দিয়েছে।
ভারতের শীর্ষ বেসামরিক-সামরিক নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান এই ক্ষেত্রে ‘পিছিয়ে থাকবে না।’
বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ইতিহাস ও ভূগোল বদলের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাবে এমন প্রত্যাঘাত হবে, যার অভিঘাতে ইতিহাস ও ভূগোল উভয়ই বদলে যাবে।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানিয়েছিল, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, মানচিত্রে পাকিস্তানকে তার স্থান ধরে রাখতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতীয় বাহিনী ‘এবার কোনও সংযম দেখাবে না।’
শনিবার এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের আইএসপিআর বলেছে, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও তার সেনাবাহিনী এবং বিমানবাহিনী প্রধানদের অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের মুখে, আমরা সতর্ক করে দিচ্ছি যে ভবিষ্যতে সংঘাত ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। যদি নতুন করে শত্রুতা শুরু হয়, তাহলে পাকিস্তান পিছিয়ে থাকবে না। আমরা কোনো দ্বিধা বা সংযম ছাড়াই দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাব।”
ঢাকা/শাহেদ