শাবনূর নয়, সালমান-মৌসুমীর জুটি ভাঙে সামিরার কারণে
Published: 25th, October 2025 GMT
শোবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে গুঞ্জন রয়েছে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল। আর এ সম্পর্কের কারণেই নাকি সালমান-মৌসুমী জুটি ভেঙে গিয়েছিল। বিষয়টির সত্যতা নিয়ে এবার কথা বলেছেন অভিনেতার সহকারী হিসেবে কাজ করা মুনসুর আলী। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাবনূর নয়; চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সন্দেহ ছিল সালমানের স্ত্রী সামিরার। এমনকি এ কারণেই সালমান-মৌসুমী জুটি ভেঙে গিয়েছিল।
আরও পড়ুনসালমান শাহর মৃত্যু: ২৯ বছর পর হত্যা মামলা, এত বছর যা হলো২১ অক্টোবর ২০২৫সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনসুর আলী জানান, সামিরা হক মৌসুমীকে নিয়ে সালমান শাহকে সন্দেহ করতেন। সেই কারণেই ‘দেনমোহর’ সিনেমার পর সালমান আর কোনো ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি। মুনসুর আলী বলেন, ‘এ সিনেমার পর আরেকটির অফার আসে। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই না করে দেন। তাঁকে যখন বলি ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন ভাই আমাকে বলেন, ‘‘তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।’
একটি সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূর.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ বন র
এছাড়াও পড়ুন:
ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প কী লক্ষ্য অর্জন করতে চান
দুই মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ আয়োজন। কিন্তু ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের মাধ্যমে কারাকাসকে বার্তা দিতে চায়।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ছোট ছোট নৌযানে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে। এই হামলাগুলোকে ঘিরে লাতিন আমেরিকা অঞ্চলজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এর বৈধতা নিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আসলে ইঙ্গিত দিচ্ছে—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ভয় দেখাতে অভিযান চালানো হচ্ছে।
লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের লাতিন আমেরিকা-বিষয়ক সিনিয়র ফেলো ক্রিস্টোফার সাবাতিনি বলেন, এটি মূলত সরকার পরিবর্তনের প্রচেষ্টা। তারা হয়তো সরাসরি আগ্রাসনে যাবে না, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চায়।
সাবাতিনির মতে, এই সামরিক আয়োজন আসলে শক্তি প্রদর্শন। এর উদ্দেশ্য ভেনেজুয়েলার সেনাবাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠ মহলে ভয় সৃষ্টি করা, যাতে তারা তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প