কাশীপুরে বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন
Published: 10th, October 2025 GMT
ফতুল্লার কাশীপুরে বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব ফতুল্লার কাশীপুর মধ্যপাড়ায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমর আলী ও সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন শিকদারসহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি কবির প্রধানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, বিএনপি নেতা কামাল বেপারী, মোক্তার হোসেন মুক্তু, আমিনুল ইসলাম কাজী, শওকত আলী, দুলাল হোসেন, মমতাজ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলী, শামীম হোসেন, নূর আলম সিদ্দিকী, সানী শিকদার, কাজী সোহাগ, আলমগীর হোসেন প্রমুখ।
মাহফিলে বক্তব্যে কবির প্রধান বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে কাশীপুরের বিশেষ ভূমিকা রয়েছে। এ ইউনিয়নে বিএনপির অনেক ত্যাগী নেতার জন্ম হয়েছে। অতীতে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া অনেক নেতাদের আমরা হারিয়েছি। তাদের এ অবদান ভোলার নয়। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের টিকিট কাটল ঘানা
পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।
এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।
আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।
গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও