চাকরি হারালেও মাদ্রিদকেই ধন্যবাদ জানাবেন আনচেলত্তি
Published: 17th, April 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দুই লেগেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এমিরেটসের পর এবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও পরাজয়ের তেতো স্বাদ নিতে হয় ১৫ বারের ইউরোপসেরা দলটিকে। এই ব্যর্থতার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ক্লাবটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিতে থাকলেও চলতি মৌসুমে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। বিশেষ করে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে বড় দুই ম্যাচে হারের পর সমালোচনার ঝড় আরও তীব্র হয়। এবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হারের পর সেই চাপ যেন দ্বিগুণ হয়েছে।
এই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আনচেলত্তি জানান, যদি ক্লাব তাকে বরখাস্ত করে, তাহলেও তিনি কৃতজ্ঞতাভরেই বিদায় নেবেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্লাব চাইলে কোচ বদল করতে পারে। এটা হতে পারে এই মৌসুমেই, নাও হতে পারে। আমার এতে কোনো আপত্তি নেই। যদি আমি বিদায় নেই, তাহলে ক্লাবকে আমি শুধু ধন্যবাদ জানাব।’
রিয়ালের সিদ্ধান্ত যেকোনো সময় আসতে পারে বলেও জানান অভিজ্ঞ এই কোচ। ‘এটা হতে পারে আগামীকাল, দশ দিন পরে কিংবা এক মাস বা এক বছরের মধ্যেও। আমি তখনও ক্লাবকে ধন্যবাদ জানাব। আমার চুক্তি রইলো কি না, সেটা নিয়ে আমি উদ্বিগ্ন নই’, বলেন আনচেলত্তি।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও আনচেলত্তি এখনই সব আশা ছাড়ছেন না। তার বিশ্বাস, লা লিগা, কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপে এখনও প্রতিযোগিতায় টিকে আছে তার দল। তিনি বলেন, ‘ছেলেরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়েছে। মানসিকতায় ঘাটতি ছিল না। কিন্তু আর্সেনাল খুব ভালোভাবেই রক্ষণ করেছে। জায়গা বের করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে। ইনটেনসিটি ভালো থাকলেও সেটাই শেষ কথা নয়।’
এখন রিয়াল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, এই পারফরম্যান্সের পর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কী সিদ্ধান্ত নেন? রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হিসেবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো ও লিভারপুলের সাবেক কোচ জার্গেন ক্লপের নাম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফারইস্টের সাবেক চেয়ারম্যান খালেক ৩ দিনের রিমান্ডে
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভবন নির্মাণের নামে জমি কেনাবেচার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার এই আদেশ দেন।
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, ফারইস্টের ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মশিউর রহমান এ আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। পরে বিক্রেতার কাছ থেকে ৪৫ কোটি টাকা অন্যত্র স্থানান্তর করেন। এই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করতে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে অপরাধ করা হয়েছে। ওই অর্থের মধ্যে বিক্রেতাদের যোগসাজশে ১০ কোটি টাকা ওয়ান ব্যাংক লি. মতিঝিল শাখায় পাঠানোর মধ্য দিয়ে এম এ খালেক আত্মসাৎ করেন। অন্যদিকে ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা আজহার খানের কাছ থেকে নিজ নামে ৫ কোটি টাকা, স্ত্রী সাবিহা খালেকের নামে আড়াই কোটি টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেকের নামে প্রায় ৮ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এসব অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় আর কারা সহযোগী হিসেবে ছিলেন, সেটা জানতে এম এ খালেককে ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরও পড়ুনফারইস্টের সেই খালেকের ১৫০ কোটি টাকার বাড়ি জব্দ১১ জানুয়ারি ২০২৩