বিদায় ঘণ্টা বাজল আনচেলত্তির, দিনক্ষণ ‘চূড়ান্ত’
Published: 17th, April 2025 GMT
আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই হেরেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির চাকরি যাচ্ছে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। ৫-১ গোলের হারের পর তা একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে। এবার সংবাদ মাধ্যম দাবি করেছে, ডন কার্লোর বিদায়ের ওই ঘণ্টা বেজে গেছে। কবে ছাঁটাই হবেন ওই দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে।
সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস দাবি করেছে, আগামী সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির। যার অর্থ কোপা দে রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে শেষবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন
এই ইতালিয়ান বস।
স্কাই স্পোর্টসের মতে, ওই পরীক্ষায় পাস করলেও চাকরি হারাবেন সাবেক বায়ার্ন মিউনিখ, চেলসি ও এভারটন কোচ আনচেলত্তি। লস ব্লাঙ্কোস শিবির ছাড়ার আগে কিছু একটা জয়ের এটাই ইতালিয়ান কোচের জন্য শেষ সুযোগ বলেও উল্লেখ করা হয়েছে।
এপ্রিলেই কার্লো আনচেলত্তির চাকরি গেলে ব্রাজিলের কোচ হওয়ার জন্য অন্যদের চেয়ে এগিয়ে যাবেন তিনি। কোচ হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের প্রথম পছন্দ আনচেলত্তি। কিন্তু তাকে জুলাইয়ের আগে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এখন তাকে মে’র শুরুতেই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গোলসহ একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারের পর কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলার জন্য এজেন্ট পাঠিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্ব নেওয়ার বিষয়ে ডন কার্লোর সঙ্গে আলোচনা করবেন সিবিএফ কর্তৃপক্ষ। তিনি মে’তে দায়িত্ব নিতে রাজি হলে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। এর আগে আল হিলালের কোচ হোর্হে জেসুসকে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে এগিয়ে রাখা হয়েছিল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল
এছাড়াও পড়ুন:
ফারইস্টের সাবেক চেয়ারম্যান খালেক ৩ দিনের রিমান্ডে
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভবন নির্মাণের নামে জমি কেনাবেচার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার এই আদেশ দেন।
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, ফারইস্টের ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মশিউর রহমান এ আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। পরে বিক্রেতার কাছ থেকে ৪৫ কোটি টাকা অন্যত্র স্থানান্তর করেন। এই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করতে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে অপরাধ করা হয়েছে। ওই অর্থের মধ্যে বিক্রেতাদের যোগসাজশে ১০ কোটি টাকা ওয়ান ব্যাংক লি. মতিঝিল শাখায় পাঠানোর মধ্য দিয়ে এম এ খালেক আত্মসাৎ করেন। অন্যদিকে ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা আজহার খানের কাছ থেকে নিজ নামে ৫ কোটি টাকা, স্ত্রী সাবিহা খালেকের নামে আড়াই কোটি টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেকের নামে প্রায় ৮ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এসব অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় আর কারা সহযোগী হিসেবে ছিলেন, সেটা জানতে এম এ খালেককে ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরও পড়ুনফারইস্টের সেই খালেকের ১৫০ কোটি টাকার বাড়ি জব্দ১১ জানুয়ারি ২০২৩