আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই হেরেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির চাকরি যাচ্ছে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। ৫-১ গোলের হারের পর তা একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে। এবার সংবাদ মাধ্যম দাবি করেছে, ডন কার্লোর বিদায়ের ওই ঘণ্টা বেজে গেছে। কবে ছাঁটাই হবেন ওই দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে।

সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস দাবি করেছে, আগামী সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির। যার অর্থ কোপা দে রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে শেষবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন
এই ইতালিয়ান বস। 

স্কাই স্পোর্টসের মতে, ওই পরীক্ষায় পাস করলেও চাকরি হারাবেন সাবেক বায়ার্ন মিউনিখ, চেলসি ও এভারটন কোচ আনচেলত্তি। লস ব্লাঙ্কোস শিবির ছাড়ার আগে কিছু একটা জয়ের এটাই ইতালিয়ান কোচের জন্য শেষ সুযোগ বলেও উল্লেখ করা হয়েছে। 

এপ্রিলেই কার্লো আনচেলত্তির চাকরি গেলে ব্রাজিলের কোচ হওয়ার জন্য অন্যদের চেয়ে এগিয়ে যাবেন তিনি। কোচ হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের প্রথম পছন্দ আনচেলত্তি। কিন্তু তাকে জুলাইয়ের আগে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এখন তাকে মে’র শুরুতেই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

গোলসহ একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারের পর কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলার জন্য এজেন্ট পাঠিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্ব নেওয়ার বিষয়ে ডন কার্লোর সঙ্গে আলোচনা করবেন সিবিএফ কর্তৃপক্ষ। তিনি মে’তে দায়িত্ব নিতে রাজি হলে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। এর আগে আল হিলালের কোচ হোর্হে জেসুসকে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে এগিয়ে রাখা হয়েছিল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল

এছাড়াও পড়ুন:

কোহলি জানালেন, তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল যে আইপিএল–সতীর্থ

২০০৮ সালে তাঁর আইপিএল অভিষেক। আইপিএলের শুরুর মৌসুমে ভারতের টপ অর্ডার এই ব্যাটসম্যান বিরাট কোহলিকে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।

১৭ বছর আগের স্মৃতি হাতড়ে কোহলির মনে পড়ছে, আইপিএলে শুরুর দিনগুলোতে কোন সতীর্থ তাঁর ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলেছিলেন।

বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক পডকাস্ট ভিডিওতে কোহলি কথা বলেছেন আইপিএলে নিজের শুরুর সময় নিয়ে। সেই ভিডিওতে তিনি মায়ন্তি ল্যাঙ্গারকে বলেছেন সাবেক আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার–ব্যাটসম্যান কীভাবে তাঁর ব্যাটিংয়ে প্রভাব রেখেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন কোহলি।

মার্ক বাউচার

সম্পর্কিত নিবন্ধ