মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী রিয়াল মাদ্রিদের। সুপারকোপার ফাইনালে বার্সেলোনার কাছে হার দিয়ে যাত্রা শুরু, আর কোপা দেল রে’র ফাইনালেও বার্সার কাছে ৩-২ গোলে হেরে শিরোপা হাতছাড়া। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সব মিলিয়ে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতে উত্তপ্ত এল ক্লাসিকোয় বার্সেলোনা তাদের ৩২তম কোপা দেল রে শিরোপা নিশ্চিত করে। প্রতিযোগিতার ইতিহাসে কারও নেই এত শিরোপা।

ইতালিয়ান কোচ আনচেলত্তিকে নিয়ে জোর গুঞ্জন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে যোগ দিতে পারেন তিনি। কোচ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) উভয় পক্ষই তাকে দলে নিতে আগ্রহী। তবে রিয়াল ছাড়ার প্রসঙ্গে এখনই কিছু স্পষ্ট করেননি আনচেলত্তি।

বার্সার কাছে হারের পর ৬৫ বছর বয়সী কোচ বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, আবার ছাড়তেও পারি। দেখা যাক কী হয়। আজ এসব নিয়ে নয়, এ বিষয়ে কথা হবে আগামী সপ্তাহে।’

হার স্বত্বেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি যোগ করেন, ‘এটি ভালো একটি ম্যাচ ছিল। আমরা পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদের। ছেলেরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, তাই তাদের কোনো দোষ দিতে পারি না। তবে হারের কষ্ট অবশ্যই আছে।’

এখন রিয়ালের সামনে আছে কেবল লা লিগার লড়াই। ৫ ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আগামী ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ওই ম্যাচেই অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে লা লিগার শিরোপার ভাগ্য।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফারইস্টের সাবেক চেয়ারম্যান খালেক ৩ দিনের রিমান্ডে

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ভবন নির্মাণের নামে জমি কেনাবেচার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার এই আদেশ দেন।

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, ফারইস্টের ভবন নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় এম এ খালেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মশিউর রহমান এ আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের একটি জমি ও স্থাপনা অনিয়ম করে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় কেনাবেচা করেন। পরে বিক্রেতার কাছ থেকে ৪৫ কোটি টাকা অন্যত্র স্থানান্তর করেন। এই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করতে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে অপরাধ করা হয়েছে। ওই অর্থের মধ্যে বিক্রেতাদের যোগসাজশে ১০ কোটি টাকা ওয়ান ব্যাংক লি. মতিঝিল শাখায় পাঠানোর মধ্য দিয়ে এম এ খালেক আত্মসাৎ করেন। অন্যদিকে ২০১৫ সালের ২৪ মার্চ বিক্রেতা আজহার খানের কাছ থেকে নিজ নামে ৫ কোটি টাকা, স্ত্রী সাবিহা খালেকের নামে আড়াই কোটি টাকা এবং মেয়ে সারওয়াত সিমিন খালেকের নামে প্রায় ৮ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। এসব অর্থ আত্মসাৎ প্রক্রিয়ায় আর কারা সহযোগী হিসেবে ছিলেন, সেটা জানতে এম এ খালেককে ৭ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুনফারইস্টের সেই খালেকের ১৫০ কোটি টাকার বাড়ি জব্দ১১ জানুয়ারি ২০২৩

সম্পর্কিত নিবন্ধ