ঢাকা মোটর শোর এবারের আসরে নতুন নতুন মডেলের গাড়ি প্রদর্শন করে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাংগান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, দিপালসহ বিভিন্ন ব্র্যান্ড। এসব গাড়ির মধ্যে এই মেলা বা প্রদর্শনীতে আগত ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল নতুন নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি। এর মধ্যে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরিস গ্যারেজের (এমজি) সাইবারস্টার মডেলের বৈদ্যুতিক গাড়িটির প্রতি ছিল বেশি আগ্রহ। দেশের বাজারে গাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। গাড়িটি একবার চার্জ করলে চলে ৫০০ কিলোমিটার। বৈদ্যুতিক এই গাড়িটিতে রয়েছে ৩৭৫ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। দেশের বাজারে গাড়িটি এনেছে র‌্যানকন ব্রিটিশ মোটরস। 

বিক্রেতারা জানান, গাড়িটিতে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিবেগ উঠতে ৩ সেকেন্ডের কিছু বেশি সময় লাগে। গাড়িটি চারটি রঙে পাওয়া যাবে। বর্তমানে বাজারে এই মডেলের দুটি গাড়ি বিক্রি হয়েছে। র‌্যানকন ব্রিটিশ মোটরসের বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী ফারহানা ইয়াসমিন বলেন, দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। দুই আসনের স্পোর্টস কনভার্টেবল বৈদ্যুতিক গাড়ি আমরাই প্রথম বাজারে এনেছি। বর্তমানে ৩০ থেকে ৪০ লাখ টাকার এসইউভি গাড়ির চাহিদা বেশি।

গাজীপুরে র‌্যানকনেরই আরেক প্রতিষ্ঠানের তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়িও প্রদর্শিত হয় এবারের মোটর শোতে। এই গাড়ির দাম ৩৪ লাখ টাকা। গাড়িটি সাত আসনের। বিক্রেতারা জানান এই গাড়ি শহর কিংবা ঢাকার বাইরে চলাচলের জন্য বেশ আরামদায়ক ও কার্যকর।

চীনা প্রতিষ্ঠান ডংজিন এনেছে বৈদ্যুতিক মোটরসাইকেল। প্রতিটির দাম ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম টরস

এছাড়াও পড়ুন:

নতুন ‘প্রিডেটর’আসছে বাংলাদেশে

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি। এরপর প্রায় চার দশকজুড়ে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা; যার মধ্যে রয়েছে ‘প্রিডেটর ২’ (১৯৯০), ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪), ‘এভিপি: রিকুইয়েম’ (২০০৭), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) ও ২০২২ সালে ‘প্রেই’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন অব ‘প্রিডেটর: কিলার অব কিলারস’।

সব কটি ছবিতেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সঙ্গে অচেনা শিকারির লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ভক্তদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে সিরিজের নতুন সিনেমা। ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ নামের এই সিনেমা পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি। ৭ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বলে মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমার পোস্টার। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ