মেসিকে কোন ম্যাচে পাওয়া যাবে না, জানালেন মাচেরানো
Published: 6th, August 2025 GMT
লিওনেল মেসি চোটে পড়েছেন, এ খবর পুরোনো। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেটা নিয়েই এখন সবার আগ্রহ। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো এই আগ্রহ মেটাতে পারেননি। মেসি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু জানাতে পারেননি মাচেরানো। তবে লিগস কাপে পুমাস ইউএনএমের বিপক্ষে ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না, তা জানিয়েছেন মায়ামি কোচ।
আরও পড়ুননেইমারের ‘কামব্যাক’ জোড়া গোলে: ব্রাজিল দলে ফিরবেন কবে২১ ঘণ্টা আগেবাংলাদেশ সময় গত রোববার সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। তাঁর আঘাত পরীক্ষা-নিরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, ‘মাংসপেশিতে ছোটখাটো চোট’ পেয়েছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে তখন কিছুই জানাতে পারেনি মায়ামি।
চোট পাওয়ার পর উঠে দাঁড়াতে কষ্ট হয়েছে মেসির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আধ ঘণ্টা পর সায়েন্স ল্যাব মোড় থেকে সরলেন শিক্ষার্থীরা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলে।
আজ বুধবার বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারী শিক্ষার্থীরা সাত কলেজের বলে জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিং করার পর সড়ক ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।