আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদ: ওয়ানডেতে দশে নেমে গেল বাংলাদেশ
Published: 5th, May 2025 GMT
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। র্যাঙ্কিংয়ে নয় থেকে নেমে দশে চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে টেস্ট ও টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে ছিল বাংলাদেশ, নয়েই আছে। তবে টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয়ে থাকলেও চার রেটিং হারিয়েছে বাংলাদেশ। টি-২০ র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ে বাংলাদেশের পরে আছে।
হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে চার থেকে দুইয়ে উঠেছে ইংল্যান্ড। চার থেকে তিনে উঠে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা। ভারত তিন থেকে নেমে গেছে চারে।
তবে ওয়ানডে ও টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া দুই থেকে তিনে নেমে গেছে। তিন থেকে দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পূর্বের র্যাঙ্কিং ছিল ছয়। তারা চারে উঠেছে। পাকিস্তান চার থেকে পাঁচে গেছে। দক্ষিণ আফ্রিকা ছয় থেকে সাতে গেছে। সাত থেকে আটে গেলে ইংল্যান্ড। আফগানিস্তান আট থেকে সাতে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ ১০ থেকে নয়ে এসেছে।
টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম ছয় দলের অবস্থান একই আছে। ভারত শীর্ষে, দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ও ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা আট থেকে সাতে এসেছে। সাত থেকে আটে গেছে পাকিস্তান। নয় ও দশে আছে যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স র য ঙ ক আইস স
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে
বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি
ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি
ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ