আইসিসি র্যাঙ্কিংয়ে হালনাগাদ: ওয়ানডেতে দশে নেমে গেল বাংলাদেশ
Published: 5th, May 2025 GMT
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। র্যাঙ্কিংয়ে নয় থেকে নেমে দশে চলে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে টেস্ট ও টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে ছিল বাংলাদেশ, নয়েই আছে। তবে টি-২০ র্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয়ে থাকলেও চার রেটিং হারিয়েছে বাংলাদেশ। টি-২০ র্যাঙ্কিংয়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ে বাংলাদেশের পরে আছে।
হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে চার থেকে দুইয়ে উঠেছে ইংল্যান্ড। চার থেকে তিনে উঠে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা। ভারত তিন থেকে নেমে গেছে চারে।
তবে ওয়ানডে ও টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া দুই থেকে তিনে নেমে গেছে। তিন থেকে দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পূর্বের র্যাঙ্কিং ছিল ছয়। তারা চারে উঠেছে। পাকিস্তান চার থেকে পাঁচে গেছে। দক্ষিণ আফ্রিকা ছয় থেকে সাতে গেছে। সাত থেকে আটে গেলে ইংল্যান্ড। আফগানিস্তান আট থেকে সাতে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ ১০ থেকে নয়ে এসেছে।
টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম ছয় দলের অবস্থান একই আছে। ভারত শীর্ষে, দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ ও ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা আট থেকে সাতে এসেছে। সাত থেকে আটে গেছে পাকিস্তান। নয় ও দশে আছে যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স র য ঙ ক আইস স
এছাড়াও পড়ুন:
নেত্রকোণায় এনসিপি নেতাসহ ৩ জনকে মারধরের ঘটনায় মামলা
নেত্রকোণার কলমাকান্দায় জমির আইল নিয়ে কথা কাটাকাটির জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির সদস্য মেহেদী হাসান (১৯), তার বাবা এবং বড় ভাইকে পিটিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মামলাটি হয়। শুক্রবার (৮ আগস্ট) সকালে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- কৈলাটী ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামের মেহেদী হাসান, তার বাবা মানিক মিয়া (৬৩) ও বড় ভাই আকাশ মিয়া (২৮)।
আরো পড়ুন:
চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
সড়কের কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে মারধর
মামলার আসামিরা হলেন- আজগড়া গ্রামের মো. মোন্তাজ মিয়া (৭০), তার তিন ছেলে জুয়েল মিয়া (৩৫), সোহেল মিয়া (৪০) ও মনির মিয়া (২৮), একই গ্রামের মো. ইছা মিয়া (৩২), রাকিব মিয়া (২২), আদম আলী (১৯) ও মামুন মিয়া (২৭)।
মামলার এজাহারে বলা হয়, গত বুধবার দুপুরে মানিক মিয়া ও মনির মিয়ার মধ্যে ধান ক্ষেতের আইল নিয়ে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও পরে মনির মিয়াসহ ৭-৮ জনের একটি দল মেহেদী, তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেহেদীর অবস্থা অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার মেহেদী হাসান বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “ঘটনার পর আসামির গা ঢাকা দিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/ইবাদ/মাসুদ