আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একধাপ অবনমন হয়েছে। তাতে ওয়েস্ট ইন্ডিজেরও নিচে নেমে গেছে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন ১০ নম্বরে আছে বাংলাদেশ। সোমবার (০৫ মে) ইন্টারন‌্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাৎসরিক র‌্যাংকিং হালনাগাদ করেছে। ৪ রেটিং পয়েন্টসহ একধাপ নিচে নেমেছে বাংলাদেশ। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন দশে। ওয়ানডেতে অবনমন হলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা ধরে রেখেছে বাংলাদেশ। দুই ফরম‌্যাটেই বাংলাদেশের অবস্থান নয়ে।

ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সব সময়ই ছিল গর্বের জায়গা। এই ফরম‌্যাট বাংলাদেশের স্বাচ্ছন্দ‌্যের জায়গা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে বাংলাদেশের সাফল‌্যছুট চলছিল ধারাবাহিক গতিতে। কিন্তু গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। নয় ম‌্যাচে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র তিনটিতে। তিনটি সিরিজ খেললেও জিততে পেরেছে মাত্র একটি। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব‌্যবধানে হয়েছিল হোয়াইটওয়াশ। যার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে।

বাংলাদেশকে পেছনে ফেরা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ৮৩ পয়েন্ট নিয়ে তারা এখন নয়ে অবস্থান করছে। এদিকে উন্নতি হয়েছে আফগানিস্তানের। তারা ইংল্যান্ডকে টপকে সাতে উঠেছে। আটে নেমে গেছে সাবেক বিশ্ব চ‌্যাম্পিয়নরা।

আরো পড়ুন:

ইনিংস ব‌্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে বদলা নিলো বাংলাদেশ

বেসামাল বিসিবি ডেকেছে জরুরি বোর্ড মিটিং  

চ‌্যাম্পিয়নস ট্রফি জেতা ভারত যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তবে ২ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ১২৪ পয়েন্ট তাদের। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউ জিল‌্যান্ড। সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে। পরের ধাপগুলোতে আছে শ্রীলঙ্কা (১০৪), পাকিস্তান (১০৪), দক্ষিণ আফ্রিকা (৯৬)।

এছাড়া টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ভারত ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে, ২৬২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দুই নম্বরে আছে। এই ফরম‌্যাটে বাংলাদেশের অবস্থান নয়ে। রেটিং পয়েন্ট ২২৫।

সিলেট/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স অবস থ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ