রাজধানীর বেইলি রোডে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়।

তবে কীভাবে আগুন লেগেছে, এখনো তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ট

এছাড়াও পড়ুন:

তৌহিদ হোসেনকে ইসহাক দারের ফোন, ভারতের সঙ্গে উত্তেজনার কথা জানালেন  

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

ফোনালাপে ইসহাক দার ভারতের ভিত্তিহীন অভিযোগ, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং একতরফা পদক্ষেপের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।  

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলমান উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি দুই পক্ষকে সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব দেন। 

তারা দু’জনই বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ব্যাপারে নিয়মিত উচ্চ পর্যায়ে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আঞ্চলিক এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ