অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, উন্নতি শান্ত-তাইজুলদেরও
Published: 7th, May 2025 GMT
ব্যাটে-বলে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৩২৭। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে (২৯৪) পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছেন মিরাজ।
শুধু অলরাউন্ডার নয়, ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে এখন ৫৫ নম্বরে (৫১৫ পয়েন্ট) অবস্থান করছেন মিরাজ। আর বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৪তম।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। এতে করে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের অবস্থান উন্নত হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ লাফিয়ে উঠে সাদমান ইসলাম এখন ৬০ নম্বরে (৪৯০ পয়েন্ট)। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দুজনেই এক ধাপ করে এগিয়ে এখন যথাক্রমে ৪৭ ও ৫২ নম্বরে। বোলারদের তালিকায় সাত ধাপ উন্নতি এনে ১৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম।
এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে বড় কোনো পরিবর্তন আসেনি। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন হ্যারি ব্রুক (৮৭৬) ও কেইন উইলিয়ামসন (৮৬৭)। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা জিম্বাবুয়ের শন উইলিয়ামস দুই ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান আগের মতোই। ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। কাগিসো রাবাদা (৮৩৭) ও প্যাট কামিন্স (৮২৪) রয়েছেন যথাক্রমে দুই ও তিন নম্বরে। ১৫ নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি, যার রেটিং পয়েন্ট ৬৭৭।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স র য ঙ ক অবস থ ন
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে না: গঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বৃহস্পতিবার ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বিকালেই তিনি গাজীপুর চৌরাস্তায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন। সন্ধ্যায় তাকে নির্মমভাবে হত্যা করা হলো। দেশের চাঁদাবাজরা কত নৃশংস ও বেপরোয়া হয়ে উঠেছে তার আরেকটি ভয়ংকর দৃষ্টান্ত এটা। এই ন্যক্কারজনক নৃশংস হত্যাকাণ্ড থেকে এটা প্রমাণ হয় যে, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমআ নগরীর ডিআইটি চত্বর থেকে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মিছিলে আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাও. সাইয়্যেদ রিদওয়ান, সহ প্রচার ও দাওয়া সম্পাদক মোস্তফা তালুকদার প্রমুখ।
তিনি আরও বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একের পর এক এরকম হত্যাকাণ্ড, জুলুম করেই যাচ্ছে। অপরদিকে প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশের জনগণ আইনের শাসন পাচ্ছে না।
নেতৃবৃন্দ হতাশা ব্যক্ত করে বলেন, একটি মহলের উর্ধ্বতন নেতৃবৃন্দের উস্কানিমূলক বক্তব্য দেশ আরও অশান্ত করে তুলছে। প্রকাশ্যে তারা মানুষকে দা, কুড়াল ও চাপাতি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেয়ার হুমকি দিচ্ছে। এটা কোন সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। এমন বক্তব্য কেবল উগ্র সন্ত্রাসীদের পক্ষ থেকেই আসতে পারে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।