ভারত-পাকিস্তান নিয়ে ক্রীড়াঙ্গনে অস্থিরতা
Published: 8th, May 2025 GMT
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা আঘাত করেছে পাকিস্তানও। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের যুদ্ধের প্রভাব যে ক্রীড়াঙ্গনে পড়তে যাচ্ছে, তা অনুমেয়ই বটে। চলতি মাসে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে বাংলাদেশের পাকিস্তান সফর করার কথা। তবে নতুন করে যুদ্ধে এই সফর এখন অনিশ্চয়তায়। বড় ধরনের শঙ্কা সাউথ এশিয়ান গেমস নিয়ে। ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানে হওয়ার কথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর। আট মাস বাকি থাকলেও পাকিস্তানে এসএ গেমস যে হবে না, তা পরিষ্কার হয়ে উঠেছে। কারণ, ভারত কোনোভাবেই তাদের ক্রীড়াবিদদের পাকিস্তান সফরে পাঠাবে না।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিপক্ষে সব ধরনের সম্পর্কচ্ছেদ করে ভারত। দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ হয় না তাদের মধ্যে, আইসিসির ইভেন্টেই যা একটু দেখা হয়। কিন্তু হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, আইসিসির ইভেন্টেও পাকিস্তানের সঙ্গে খেলবে না তারা। এ কারণে অনিশ্চয়তায় পড়েছে ২০২৫ সালের এশিয়া কাপও। সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজন করবে ভারত। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হতে পারে। কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। আদৌ হবে কি এশিয়া কাপ?
আগস্টে তিন ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করার কথা ভারতের। ক’দিন আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশ সফর করবে না ভারতীয় ক্রিকেট দল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা সফর বাতিলের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তবে মঙ্গলবার নতুন করে সংঘাত এবং কয়েক মাস ধরেই বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্কের কারণে অনিশ্চয়তায় পড়েছে এই সফর। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে আছে পাকিস্তানের নারী ক্রিকেট দলও। বর্তমান পরিস্থিতিতে এ টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
ভারতের রাঁচিতে ৩ থেকে ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিকস। যেখানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ৪৩ ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা ছিল। প্রতিযোগিতায় খেলার জন্য ভুটান দল রাঁচিতে গিয়েছিল। সেখানে যাওয়ার পর তারা শোনে, সাফ অ্যাথলেটিকস স্থগিত। ভারতীয় মিডিয়া জানায়, কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে সাফ অ্যাথলেটিকস আপাতত স্থগিত। এখন বড় ধরনের অনিশ্চয়তায় ২০২৬ সালের এসএ গেমস। ইতোমধ্যে ২৬টি ডিসিপ্লিনে খেলা চূড়ান্ত করেছে বাংলাদেশ।
ক্রিকেট যেমন হাইব্রিড মডেলে অন্য দেশে গিয়ে খেলা যায়, গেমসের ক্ষেত্রে সেটি কঠিনই বলা চলে। কারণ, গেমসে ডিসিপ্লিন অনেক এবং অ্যাথলেটের সংখ্যাও বেশি। তাই যুদ্ধের কারণে পাকিস্তানের মাটিতে ২০২৬ সালের জানুয়ারিতে সাফ গেমসে যে হচ্ছে না– তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি-২০২৬ রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ, প্রতিষ্ঠানপ্রধানদের করণীয়
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অধীনে সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ (এসএসসি-২০২৬) ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের চূড়ান্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষর করে এ কার্যক্রম জারি করেছেন।
দরকারি তথ্য১. প্রতিষ্ঠানপ্রধান বা তাঁর প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধিকে নির্ধারিত তারিখে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
২. নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণে ব্যর্থ হলে যেকোনো জটিলতার জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
৩. রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি বা একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন ও চলমান কমিটির অনুমোদনপত্রের ছায়ালিপি সত্যায়িত সহকারে অবশ্যই দাখিল করতে হবে।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ—১. জেলার নাম: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা—২২ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১টা।
২. জেলার নাম: কক্সবাজার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা—২৩ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১টা।
৩. জেলার নাম: কক্সবাজার ও চট্টগ্রাম দক্ষিণ জেলা—২৪ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১টা।
আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা১৭ সেপ্টেম্বর ২০২৫জেনে রাখুন১. রেজিস্ট্রেশন কার্ডে বিষয়, বিভাগ, নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখ হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।
২. নির্ধারিত তারিখের পর উক্ত রেজিস্ট্রেশন কার্ডের কোনো প্রকার সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।
৩.উল্লেখ্য, অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন সংশোধন করে এসএসসি-২০২৬ রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনগাজায় যুদ্ধ: ইসরায়েলকে একাডেমিক বয়কট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের১৮ সেপ্টেম্বর ২০২৫