ভারত–পাকিস্তান সংঘাত: পিএসএল সরিয়ে নেওয়া হলো আরব আমিরাতে
Published: 9th, May 2025 GMT
পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এ মৌসুমে পিএসএলের আর আটটি ম্যাচ বাকি আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এসব ম্যাচের দিন–তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।
গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ড্রোন হামলায় স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি বৈঠক শেষে ম্যাচটির সূচি পুনঃনির্ধারিত করা হয়। সেই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাঁরা লিগটি আরব আমিরাতে স্থানান্তর করার ইচ্ছার কথা জানান।
আরও পড়ুনপাকিস্তানে ভালোই আছেন রিশাদ ও নাহিদ, যুদ্ধের আঁচ লাগেনি তাঁদের জীবনযাত্রায়১৬ ঘণ্টা আগেপাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, দেশের বিভিন্ন জায়গায় যেসব ড্রোন ধ্বংস করা হয়েছে সেগুলো ভারতের। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার রাতে তাদের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার জবাবে ড্রোন হামলা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল আক্রমণ করে ভারত। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে মিসাইল আক্রমণ করা হয় বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়।
পিএসএলে গতকাল ম্যাচ স্থগিত হওয়ার পর দোকানিরা নিজেদের জিনিসপত্র সরিয়ে নেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
পিএসএল সরিয়ে আমিরাতে নেওয়া হলো
ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে।
পিএসএলে আট ম্যাচ বাকি আছে। আমিরাতের সূচি ঘোষণা করা হয়নি। নতুন করে সূচি ঘোষণা করা হবে। ম্যাচগুরো লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে হওয়ার কথা ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পিএসএল ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘খেলোয়াড় ও স্টাফদের মানসিকভাবে স্বস্তিতে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অতীতের মতো, আমরা আশা করি আমাদের টুর্নামেন্টের অংশীদাররা, আমাদের খেলোয়াড় এবং ভক্তদের সর্বোচ্চ স্বার্থকে এগিয়ে নিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, লিগ চলবে।’