শচীনকন্যা সারা কি বলিউডে আসছেন, জানালেন নিজেই
Published: 10th, May 2025 GMT
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ। বলিউড তারকা সন্তানদের সঙ্গে প্রায়ই তাকে পার্টিতে দেখা যায়, যা তাকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। অনেক দিন ধরেই জল্পনা, সারা কি বলিউডে পা রাখছেন? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি নিজেই।
সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সারা জানান, তিনি অভিনয়ে আগ্রহী নন। ক্যামেরার সামনে থাকা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। বলিউডে কাজ করার একাধিক প্রস্তাব এলেও তিনি সবই ফিরিয়ে দিয়েছেন।
সারার কথায়, ‘আমি একজন অন্তর্মুখী মানুষ এবং ক্যামেরা আমাকে ভয় পাইয়ে দেয়। আমি সব চলচ্চিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ, আমি মনে করি না যে আমি এই কাজটি ঠিকভাবে করতে পারব। অভিনয় করতে গিয়ে আমি যতটা না আনন্দ পাব, তার চেয়ে বেশি মানসিক চাপ পাব।’
এছাড়াও সারা জানিয়েছেন, আপাতত তার মনোযোগ শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন-এর কাজ এবং ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল কনটেন্ট তৈরিতে। অভিনয় তার পরিকল্পনার মধ্যে নেই।
সারা টেন্ডুলকার তার বাবা ও ভাইয়ের মতো খেলাধুলায় আগ্রহী ছিলেন না। তিনি বায়োমেডিকেল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিকাল নিউট্রিশন ও পাবলিক হেলথে মাস্টার্স সম্পন্ন করেন।
সম্প্রতি শোনা যাচ্ছে, সারা টেন্ডুলকার অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষই মুখ খোলেননি। এর আগে সারার নাম ক্রিকেটার শুভমান গিলের সঙ্গেও জড়িয়ে ছিল। সূত্র: বলিউড লাইফ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ট ন ড লক র
এছাড়াও পড়ুন:
গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজেরও নিয়ন্ত্রণ নিল ইসরায়েল
ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্যসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।
লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে উঠে পড়েন।
পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে ছয়জন ক্রু আছেন বলে জানা গেছে। এর আগে ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ বহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ম্যারিনেট জাহাজটিই শুধু চলছিল। এবার সেটিরও দখল নেওয়া হলো।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের১২ ঘণ্টা আগেগাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ।
এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।