সত্যেন্দ্রনাথ প্রামাণিক স্কুলে যাওয়ার সুযোগ পাননি। মায়ের কাছে পড়তে শিখেছিলেন। তবে লেখা শেখা হয়নি। শুধুই পড়তে পারেন। গান করেন, ছবি আঁকেন। মুখে মুখে গানও বাঁধেন। স্বশিক্ষিত সত্যেন্দ্রনাথ প্রামাণিক পেশায় কৃষক। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।

এই উপজেলায় সত্যেন্দ্রনাথ প্রামাণিকের মতো আরও তিনজন আলোকিত মানুষের সন্ধান মিলেছে, যাঁদের একজন পেশায় কুমার, একজন কৃষক ও একজন গৃহিণী। তাঁদের তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু ঘরে বসে তাঁরা বিশ্বসাহিত্য চর্চা করছেন। গতকাল শনিবার বিকেলে তাঁদের সম্মাননা জানানো হয়েছে। বরিন সাহিত্য সংসদের পত্রিকা ‘বরিনের বাতিঘর’–এর প্রকাশনা উৎসবে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আলোকিত মানুষ সম্মাননা’ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রতিষ্ঠিত কবি–সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত চারজন হলেন সোহরাব আলী, সত্যেন্দ্রনাথ প্রামাণিক, রঞ্জিত পাল ও হাসিনা বানু। তবে এই আয়োজনের মধ্যমণি ছিলেন ঔপন্যাসিক মঈন শেখ। তিনি বরিন সাহিত্য সংসদের সভাপতি। দুই বাংলায় তাঁর উপন্যাস সমান সমাদৃত। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। থাকেন তানোরে, কিন্তু তাঁর বই বের হয় কলকাতা থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক কাজী মো.

মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শঙ্কর বিশ্বাস, কবি মোস্তাক রহমান, উর্দু বিভাগের অধ্যাপক সামিউল ইসলাম, রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক আবদুস সবুর ও রাজশাহী সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তানভীর হক ও সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ।

সত্যেন প্রামাণিকের বাড়ি তানোর উপজেলার মাহাড়িয়া গ্রামে। থাকেন জরাজীর্ণ মাটির ঘরে। পড়েন দর্শন, নৃতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। তিনি একই সঙ্গে একজন চিন্তক, কণ্ঠশিল্পী এবং আঁকিয়ে। তবে তিনি সন্তানদের মানুষ করেছেন। তাঁর ছেলে পাস করেছেন বুয়েট থেকে আর মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়েছেন ইংরেজি সাহিত্য নিয়ে। অনুষ্ঠানে সত্যেন্দ্রনাথ প্রামাণিক বললেন, ‘আমার মতো তুচ্ছ মানুষকে মঞ্চে ডেকে এই সম্মাননা দেওয়ার জন্য আমি বরিন সাহিত্য সংসদের প্রতি কৃতজ্ঞ।’ বেশি কথা না বলে দরাজ কণ্ঠে গাইলেন নজরুলের একটি গান—‘মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল।’

হাসিনা বানুর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। বাল্যবিবাহ হয়েছিল। এক বছরের মাথায় স্বামী দ্বিতীয় বিয়ে করলে তিনি চিরদিনের মতো বাবার বাড়িতে চলে আসেন। নিঃসঙ্গ জীবনে হাতে তুলে নেন বই। লিখেছেন কবিতা, গল্প ও উপন্যাস। ২০০৭ সালে এডিডির সহযোগিতায় ‘মোর মনের মাধুরী’ নামে তাঁর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ভূমিকা লিখে দেন কথাশিল্পী সেলিনা হোসেন। তাঁর উপস্থিতিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এই গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। গতকাল অনুষ্ঠানে তিনি বললেন, ‘আমি ভালো কথা বলতে পারি না। আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’ ‘আয়োজকদের ধন্যবাদ জানাই’ বলে নিজের একটি কবিতা পড়ে শোনান।

গুণীজন হাসিনা বানুর হাতে ক্রেস্ট ও বই তুলে দিচ্ছেন অতিথিরা। গতকাল শনিবার বিকেলে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ন র উপজ ল অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন

ভালো ফলাফলের পাশাপাশি প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। বই ও জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির জ্ঞান আহরণ করতে হবে। পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বাড়াতে হবে।

শুক্রবার রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে আমন্ত্রিত অতিথিরা এ কথাগুলো বলেন। ‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পর আজ রংপুরে ছিল দ্বিতীয় আয়োজন। অন্য ছয়টি বিভাগীয় শহরে এ সংবর্ধনা দেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২ হাজার ৪০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

রংপুর পুলিশ লাইনস স্কুল থেকে পাস করা শিক্ষার্থী আরেফা খানম এসেছেন এক দিনের জন্য চাপমুক্ত থাকতে। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পড়াশোনার চাপে বেড়ানোর সুযোগ হয় না। তাই আজকের দিন বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাতে চান। কুড়িগ্রামের আবদুর রহিম এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম আলোর সংবর্ধনার কথা উল্লেখ করে বলেন, এইচএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন তাঁর ভালো লাগছে।

রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ আগত অতিথিরা। শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
  • জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা
  • দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে
  • নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আদি নববর্ষ’ উদ্‌যাপন
  • মুগ্ধ করল নবান্ন উৎসবে ধান কাটার প্রতিযোগিতা
  • নবান্নের পিঠায় সুবাসিত রাবি
  • ঘূর্ণির জাদুতে বিশ্বজয় 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব রোববার
  • পয়লা অগ্রহায়ণে ‘নববর্ষ’ উদ্‌যাপন করবে ডাকসু
  • দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন