ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। রবিবার (১১ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে অভিযান চালিয়ে বিবাহটি বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বিয়েবাড়িতে বরযাত্রীদের জন্য তৈরি করা খাবার স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বিনাউটি গ্রামের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার বিয়ের আয়োজন চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে মেয়েটির বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
আরো পড়ুন:
বিয়ের দাবিতে ৩ সন্তানের মায়ের অনশন, শেকলে বেঁধে নির্যাতন
আশির দশকের বিয়ে ‘তেলাই থেকে ঘুরানি’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, ‘‘বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি ওই ছাত্রী যেন আবার স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।’’
ঢাকা/পলাশ/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভূমি কার্যালয়ের কর্মকর্তাগণ পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিনকে।
সোমবার (১১আগষ্ট) বেলা ১২টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন'র কার্যালয়ে নারাগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা সার্কেলের সকল কানুনগো, সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি এ ফুলেল শুভেচছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের দেবযানী কর, সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের সাদিয়া আক্তার।