নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে মেক্সিকো নৌবাহিনীর জাহাজের ধাক্কা,
Published: 18th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রে উৎসবমুখর সফরের সময় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সেতুতে ধাক্কা দিয়েছে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। এতে সেতুর কোনো ক্ষতি হয়নি, তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।
রবিবার (১৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ মে) রাতে ২৭৭ জন ক্রু বহনকারী মেক্সিকো নৌবাহিনীর ‘কুয়াউতেমোক’ প্রশিক্ষণ জাহাজের ওপরের দিকটি বিখ্যাত ব্রুকলিন সেতুতে আঘাত করে। এতে জাহাজের একটি মাস্তুল ভেঙে পড়ে যায় এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
আরো পড়ুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়েছে মুডিস
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধান উইলসন আরামবোলেস এক সংবাদ সম্মেলনে বলেন, “রাত ৮:২০ মিনিটের দিকে ক্যাপ্টেন জাহাজটি চালনা করার সময় বিভ্রাট দেখা দেয়। যার ফলে জাহাজটি সেতুর স্তম্ভের দিকে চলে যায় এবং জাহাজের মাস্তুলটি সেতুর সঙ্গে ধাক্কা খায়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাহাজের মাস্তুল সেতুর নিচের দিকে আঘাত করেছে এবং জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় একটি মাস্তুল ভেঙে ডেকের দিকে পড়ে যায়। সেতুতে কোনো দৃশ্যমান ক্ষতি দেখা যায়নি।
আরামবোলেস বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মেক্সিকোর নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্প্যানিশ ভাষায় লেখা একটি পোস্টে উল্লেখ করেছে, ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মেক্সিকোর নৌবাহিনী ‘এক্স’ পোস্টে বলেছে, তাদের প্রশিক্ষণ জাহাজ ‘কুয়াউতেমোক’ ব্রুকলিন ব্রিজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি প্রচারমূলক সফর চালিয়ে যেতে পারছে না। নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ জাহাজের অবস্থা ও ক্রুদের নিরাপত্তা মূল্যায়ন করছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ব র কল ন জন আহত ত হয় ছ জ হ জট
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১ হাজার ১০৭ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। এ ছাড়া এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩ হাজার সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যাঁরা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন, তাঁরাও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২২ এপ্রিলে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে দপ্তরটি অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল করছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া যায়।’
যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেওয়া হবে, তাঁদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাঁদের চাকরি মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাঁদের ছাঁটাই কার্যকর হবে।