যুক্তরাষ্ট্রে উৎসবমুখর সফরের সময় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সেতুতে ধাক্কা দিয়েছে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। এতে সেতুর কোনো ক্ষতি হয়নি, তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।

রবিবার (১৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ মে) রাতে ২৭৭ জন ক্রু বহনকারী মেক্সিকো নৌবাহিনীর ‘কুয়াউতেমোক’ প্রশিক্ষণ জাহাজের ওপরের দিকটি বিখ্যাত ব্রুকলিন সেতুতে আঘাত করে। এতে জাহাজের একটি মাস্তুল ভেঙে পড়ে যায় এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। 

আরো পড়ুন:

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়েছে মুডিস

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধান উইলসন আরামবোলেস এক সংবাদ সম্মেলনে বলেন, “রাত ৮:২০ মিনিটের দিকে ক্যাপ্টেন জাহাজটি চালনা করার সময় বিভ্রাট দেখা দেয়। যার ফলে জাহাজটি সেতুর স্তম্ভের দিকে চলে যায় এবং জাহাজের মাস্তুলটি সেতুর সঙ্গে ধাক্কা খায়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাহাজের মাস্তুল সেতুর নিচের দিকে আঘাত করেছে এবং জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় একটি মাস্তুল ভেঙে ডেকের দিকে পড়ে যায়। সেতুতে কোনো দৃশ্যমান ক্ষতি দেখা যায়নি।

আরামবোলেস বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মেক্সিকোর নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্প্যানিশ ভাষায় লেখা একটি পোস্টে উল্লেখ করেছে, ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেক্সিকোর নৌবাহিনী ‘এক্স’ পোস্টে বলেছে, তাদের প্রশিক্ষণ জাহাজ ‘কুয়াউতেমোক’ ব্রুকলিন ব্রিজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি প্রচারমূলক সফর চালিয়ে যেতে পারছে না। নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ জাহাজের অবস্থা ও ক্রুদের নিরাপত্তা মূল্যায়ন করছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ব র কল ন জন আহত ত হয় ছ জ হ জট

এছাড়াও পড়ুন:

দক্ষিণ সিটির প্রশাসক সামলাবেন ওয়াসার এমডির দায়িত্বও

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক মো. শাহজাহান মিয়া এখন থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

আজ রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগে বদলি করা হয়েছে। তিনি এই দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

সম্পর্কিত নিবন্ধ