ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. সালেহউদ্দিন বলেন, “এসএমই খাতে অর্থায়ন এখনো বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়, যদিও তাদের ঋণ পরিশোধের হার ভালো।”

তিনি বলেন, “এ খাতের উন্নয়নে প্রযুক্তি নির্ভরতা বাড়াতে হবে। এজন্য ব্যাংকার ও নীতি-নির্ধারকদের আরো সক্রিয় হতে হবে।”

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত সহায়তার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

এসএমই উদ্যোক্তাদের তথ্যভান্ডার (ডাটাবেজ) দ্রুত ডিজিটালাইজ করার ওপর গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, “হার্ডকপি তথ্য দিয়ে আর হবে না, দ্রুত ডিজিটাল ডাটাবেজ গড়ে তুলতে হবে। এসএমই খাত ভালো করলে পুরো অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব পড়বে।”

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, “চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্যাংক খাতের বড় সংস্কারগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।”

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “এনবিআরের বিভক্তি সংক্রান্ত জটিলতার কারণে কিস্তি ছাড়ের বৈঠক পিছিয়ে গেছে।”

এনবিআর চেয়ারম্যানের পাঠানো চিঠিকে আমলে না নেওয়ায় তাকে ব্যাখ্যা দিতে হয়েছে বলেও জানান তিনি।

ড.

সালেহউদ্দিন বলেন, “অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক। শুধু স্বল্পোন্নত নয়, উন্নত দেশেও এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির মাধ্যমে এসএমইকে আধুনিকায়ন করতে হবে। বিশেষ করে নারী ক্ষমতায়নে এই খাতের অবদান সর্বাধিক।”

তিনি আবারও এসএমই খাতের উন্নয়নে নীতি-নির্ধারক ও ব্যাংকারদের যথাযথ নীতি সমন্বয়ের আহ্বান জানান।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসাফিকুর রহমান সভাপতিত্বে এবং ইআরএফ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় এসএমই ফাউন্ডেশন অন্যান্য কর্মকর্তা ও ইআরএফের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২১ জন সাংবাদিককে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হয়।

ঢাকা/হাসনাত/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এসএমই খ ত অন ষ ঠ ন আহ ব ন

এছাড়াও পড়ুন:

ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ভূমি আপিল বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৮তম গ্রেডের ১৫টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত ফল অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন মোট ২২৬ জন। ১৪ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯৫, সহকারী লাইব্রেরিয়ান পদে ৮, ক্যাশিয়ার পদে ১৮, ড্রাইভার পদে ৪৯, ডেসপাচ রাইডার পদে ২০ এবং অফিস সহায়ক পদে ৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুনগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি, ৯ম থেকে ১৬তম গ্রেডে নেবে ১১৪ জন১৫ নভেম্বর ২০২৫উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার (গাড়িচালক), ডেসপাচ রাইডার পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৮ ও ২৯ নভেম্বর, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২১৮১৩ নভেম্বর ২০২৫

২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান যথাসময়ে ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি৪ ঘণ্টা আগেআরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কৃষি গুচ্ছ ভর্তিতে আবেদন ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি
  • স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
  • কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৫)
  • আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
  • আসিফের মন্তব্য নিয়ে বাফুফের কাছে দুঃখপ্রকাশ বিসিবির
  • রুয়েটে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, পদসংখ্যা ১১
  • ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ২৬ হাজার ৫১৪ কোটি টাকা