হবিগঞ্জ শহরের ব্যবসায়ী গৌরাঙ্গ দাস হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে হবিগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম কামাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আজিম হোসেন খান ওরফে সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্দা ও শহরের বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী।

আদালতের পেশকার তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘রায় ঘোষণার সময় সোহাগ পলাতক ছিলেন। মামলায় তারা মিয়া নামের অপর আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’

আরো পড়ুন:

পুলিশের ওপর হামলা: খালাস পেলেন সাবেক এমপিসহ বিএনপির ২৮ নেতাকর্মী

মানিকগঞ্জ জেলা আ.

লীগ নেতা কারাগারে

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুলাই রাতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার সোমা স্টোরের মালিক গৌরাঙ্গ দাস নিখোঁজ হন। দুইদিন পর ২৮ জুলাই চুনারুঘাট শহরের পাশে খোয়াই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তার ভাই আইনজীবী রাজ গোপাল দাস চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর। পিবিআই সোহাগ ও তারাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে সোহাগ গ্রেপ্তার হলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঢাকা/মামুন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শহর র

এছাড়াও পড়ুন:

গৃহহীন মানুষের জন্য ৩৪০টি ঘর হস্তান্তর করল নৌবাহিনী

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৬৮টি পাকা ব্যারাক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার এসব ব্যারাক স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউসগুলো নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ৩৪০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুমের সুবিধা। নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউস নৌবাহিনীপ্রধানের পক্ষ থেকে নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্বীপ জেলার নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করেন।

এর আগেও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২৩৩টি প্রকল্পে মোট ৪ হাজার ৫৬০টি ব্যারাক হাউস নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। এসব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪ হাজার ১৬৫টি গৃহহীন পরিবার। 
 

সম্পর্কিত নিবন্ধ