বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

দুই দলের এই সিরিজ ১-১ এ সমতায়। আজ যারা জিতবে তারাই জিতে নেবে সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২৭ রানে জয় পায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইউএই রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ২ উইকেটে। আজ কার মুখে হাসে ফোটে সেটাই দেখার।

এই সিরিজের আগে ইউএইর বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর সংখ্যাটা বেড়ে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি পারফরম্যান্সে বাংলাদেশকে ম্যাচ হারতে হয়। বাংলাদেশকে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো হারানোর স্বাদ পায় স্বাগতিকরা।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স গণমাধ্যমে বলেছেন, ‘‘দেখুন, খেলাটা দুই দলের। তারা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচ, আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে।'

বাংলাদেশকে হারানোয় দারুণ খুশি আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিম, ‘‘বাংলাদেশকে হারিয়ে আমি খুবই খুশি। পারফরম্যান্সে আমি আনন্দিত। ভাষায় প্রকাশ করার মতো নয় অনুভূতিগুলো।’’

শেষ ম‌্যাচে বাংলাদেশের বোলিং যুৎসই হয়নি। দুইশর বেশি রান নিয়েও জয় পায়নি। এ ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল পেসার নাহিদ রানার। তবে টি-টোয়েন্টি অভিষেকটা একদমই ভালো হয়নি তার। ৪ ওভারে ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৫০। তার থেকে আরো ভালো পারফরম‌্যান্সের প্রত‌্যাশায় বাংলাদেশের অধিনায়ক লিটন, ‘‘আমরা তার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করেছি। তবে ক্রিকেটারের ভালো ও খারাপ দিন যেতেই পারে।’’

বাংলাদেশের সামনে এখন শুধুই ঘুরে দাঁড়ানোর লড়াই, আর আরব আমিরাত চইবে সিরিজ জয়ের ইতিহাসটাও রচনা করতে।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আরব-মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার আহ্বান
  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা