আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঁচ টি-টোয়েন্টির পরিবর্তে পাকিস্তানে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের সূচি নিয়ে দুই বোর্ড কাজ করছিল। বুধবার (২১ মে) সেই সূচি চূড়ান্ত করে ঘোষণা করলো আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পাঁচদিনে দুই দল তিন টি-টোয়েন্টি খেলবে। ২৮ মে প্রথম ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৩০ মে দ্বিতীয় ম্যাচ। সবশেষ ম্যাচ পহেলা জুন। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

বাংলাদেশ ২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে। ২৬ ও ২৭ মে নেবে প্রস্তুতি। এরপর ম্যাচ খেলতে নামবে।

আরো পড়ুন:

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই বাবর-শাহিন-রিজওয়ান

পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে

পিসিবি বাংলাদেশকে আতিথ্য দেওয়ার এবং গাদ্দাফি স্টেডিয়ামে কৃত্রিম আলোর নিচে উচুঁমানের ক্রিকেট এবং উত্তেজনাপূর্ণ সিরিজ আয়োজনে প্রতিশ্রুতি দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ে এই সিরিজে। পিএসএল প্রথমে স্থগিত হয়। পরবর্তীতে আবার শুরু হলে নতুন সূচিতে ফাইনাল রাখা হয় ২৫ মে।

তাতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পিছিয়ে যায়। এদিকে উদ্দীপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজটি সংক্ষিপ্ত করার কথা বলেছেন। বিসিবি সেই প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে, আর তাতে রাজিও হয়েছে পিসিবি। অবশেষে সিরিজটি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে আজ বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের বিপক্ষে। দুদিন দল দুবাইতেই থাকবে। সেখান থেকে যাবে পাকিস্তানে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জিমেইল অ্যাকাউন্ট ক্লোন করে ফাঁদ

সামাজিক সব ধরনের যোগাযোগমাধ্যমে প্রবেশে ও নিবন্ধনে জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। 
বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল দিয়েই বেশির ভাগ গ্রাহক নিবন্ধন করেন। এবার জিমেইলকে লক্ষ্য করে প্রতারণার ছক বুনেছে বিশেষ চক্র। এ কারণে শঙ্কা ছড়িয়েছে জিমেইলে। তৈরি ফাঁদে পা দিলেই ঘটবে বিপত্তি। মুহূর্তেই ব্যক্তিতথ্য হাতিয়ে গ্রাহককে আর্থিক বা সামাজিক ক্ষতির মুখোমুখি করবে অপরাধী চক্র।
তাই আগাম সতর্কতা জারি করেছে জিমেইল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি সংস্থার অন্যতম পরিষেবা হলো জিমেইল। প্রধানত ই-মেইলের দুনিয়ায় জিমেইল অপ্রতিরোধ্য পরিষেবার নামান্তর। সারাবিশ্বে তিনশ কোটি জিমেইল অ্যাকাউন্ট এখন ফিশিং স্ক্যামের বড় ঝুঁকির মধ্যে রয়েছে। চলছে দফায় দফায় কৌশলগত ধরাশায়ী করার পরিকল্পনা। ইতোমধ্যে গুগল এমন হামলার কথা ইঙ্গিত করেছে। খবরে প্রকাশ, একেবারে নতুন কায়দায় হ্যাকিং বিষয়ে সামনে আনেন কয়েকজন প্রযুক্তিবিদ। যার মধ্যে নিক জনসন অন্যতম। জানানো হয়, গুগলের নিজস্ব দাপ্তরিক ই-মেইল ক্লোনের পর সেখান থেকে টার্গেট করে গ্রাহকের কাছে কৌশলী বার্তা প্রেরণ করছে সাইবার চক্র; পাঠানো হচ্ছে বিশেষ লিঙ্ক। প্রথমেই সন্দেহ না করে অধিকাংশ ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে বসছেন আগ্রহীরা। ঠিক এভাবেই পাতানো ফাঁদে পড়ছেন গ্রাহক।
প্রসঙ্গত, প্রেরিত লিঙ্কে ক্লিক করতেই মুহূর্তে ক্লোন করা ওয়েব পেজে টার্গেটকে নিয়ে যাচ্ছে সাইবার চক্র। হুট করে বেহাত হয়ে পড়ছে টার্গেটের সব ধরনের তথ্য, যা নিয়ে ইতোমধ্যে কথা বলেছে জিমেইল নির্মাতা গুগল। জানা গেছে, দ্রুত এমন বিপদ এড়িয়ে আরও কঠিন সুরক্ষা ব্যবস্থা তৈরি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে পিসি থেকে জিমেইলে প্রবেশে স্মার্টফোনে টু-ফ্যাক্টর নিরাপত্তা সক্রিয় রয়েছে। জিমেইল গ্রাহককেও বাড়তি সতর্কের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গ্রাহককে বেশ কয়েকটি বিষয়ে বিশেষ সজাগ থাকতে বলা হয়েছে। প্রথমত, সংস্থার নামে আসা সব ধরনের ই-মেইল যাচাই এবং তা থেকে আসা লিঙ্কে না বুঝে ক্লিক করতে পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে সব গ্রাহককে দ্বিস্তরের সুরক্ষাবিধি ঠিকঠাক মেনে চলতে বলা হয়েছে। প্রয়োজনে বারবার পাসওয়ার্ড বদল ও জটিল পাসওয়ার্ড তৈরিতে গ্রাহককে নতুন করে উৎসাহিত করতে কাজ করছে জিমেইল ডেভেলপ কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ