হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কম্বাইন হারভেস্টার বিতরণ নিয়ে নয়ছয়ের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত কৃষকদের হারভেস্টার না দিয়ে প্রভাবশালীদের এসব হারভেস্টার দেওয়া হয়েছে। যে কারণে বোরো মৌসুমে সরকারের ভর্তুকি মূল্যে দেওয়া এসব হারভেস্টারের সুফল পায়নি সাধারণ মানুষ। 
কৃষকদের অভিযোগ, এবার বৈশাখ মাসে ধান কাটা শ্রমিকের জন্য ভুগতে হয়েছে তাদের। অথচ বেশি মুনাফার আশায় হারভেস্টার নিজ উপজেলায় না রেখে অন্যত্র ধান কাটায় ব্যবহার করেছেন মালিকরা। যে কারণে এর সুফল পাননি তারা। 
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে আজমিরীগঞ্জ উপজেলায় শতাধিক কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থে সরকারের ভর্তুকি মূল্যে দেওয়া এসব হারভেস্টার নামমাত্র টাকা দিয়ে বিতরণ করা হয়। এসব বিতরণেই করা হয়েছে নয়ছয়। রাজনৈতিক প্রভাব ও কৃষি অফিসকে ম্যানেজ করে অনেকেই নামে-বেনামে এসব মেশিনের মালিক হয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের বাসিন্দা রিনাল রায় একটি কম্বাইন হারভেস্টার মেশিন পেয়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা রিনাল রায়ের হারভেস্টার মেশিনটি ধান কাটা মৌসুমে কোনোদিন এলাকায় দেখেননি। অভিযোগ সম্পর্কে রিনাল রায় বলেন, এলাকায় ধান কাটা শেষ করে তিনি মেশিনটি অন্যত্র ভাড়া দিয়েছেন। নদীপুর গ্রামের শ্যামল দাসের বাড়িতে গিয়ে দেখা যায় তিনটি হারভেস্টার মেশিন উঠানে পড়ে রয়েছে। এতগুলো হারভেস্টার মেশিন কীভাবে পেলেন– জানতে চাইলে তিনি বলেন, তিনি একটি হারভেস্টার মেশিনের মালিক। অন্য দুটি হারভেস্টার তিনি ভাড়ায় এনেছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, শ্যামল দাসের বাড়ির উঠানে থাকা তিনটি হারভেস্টারই তাঁর। উপজেলা কৃষি অফিস কর্মকর্তাদের উৎকোচ দিয়ে এগুলো তিনি নামে-বেনামে কিনেছেন। 
রবিউল আলম নামে একজন সাধারণ কৃষক জানান, বড় কৃষকরা সরকারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পাওয়া আধুনিক যন্ত্রপাতির সুযোগ-সুবিধা ভোগ করেন। চলতি বোরো মৌসুমে হারভেস্টার মালিকদের কাছে বারবার গিয়েও ধান কাটার মেশিন পাননি। বাধ্য হয়ে তাঁকেই ধান কাটতে হয়েছে। 
অভিযোগ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো.

লুৎফে আল মুঈজ বলেন, তিনি এখানে আসার আগে এসব হারভেস্টার বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে তিনি অনিয়মের বিষয়ে কিছু জানেন না। তিনি জানান, হারভেস্টার মেশিন তিন বছরের ভেতরে হস্তান্তর বা বিক্রি করা যাবে না। এসব বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ ন স গ রহ জ উপজ ল ক ষকদ র ব তরণ

এছাড়াও পড়ুন:

উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানে যা করণীয়

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর কম্পিউটার বা ল্যাপটপের লকস্ক্রিনে পাসওয়ার্ড লগইন আইকন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। নতুন হালনাগাদে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, পিন, আঙুলের ছাপ বা অন্যান্য লগইন পদ্ধতি সক্রিয় থাকা সত্ত্বেও অনেক যন্ত্রে পাসওয়ার্ডের বাটন দেখা যাচ্ছে না।

ব্যবহারকারীদের অভিযোগ, গত আগস্টে প্রকাশিত কেবি ৫০৬৪০৮১ নন–সিকিউরিটি প্রিভিউয়ের হালনাগাদ ইনস্টল করার পর থেকে এ সমস্যা হচ্ছে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণ ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশি।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের হালনাগাদ নামানোর পর আইকন দেখা না গেলেও পাসওয়ার্ড লগইন ফিচার কার্যকর রয়েছে। লকস্ক্রিনে যেখানে বাটন থাকার কথা, সেখানে কারসর রাখলে লুকানো অপশনটি দেখা যাবে এবং সেখানে ক্লিক করে স্বাভাবিক নিয়মেই পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। সমস্যা সমাধানের কাজ চলছে।

উইন্ডোজের সাম্প্রতিক হালনাগাদ ঘিরে অভিযোগ নতুন নয়। গত সেপ্টেম্বরে কেবি ৫০৬৪০৮১–এর কারণে ডিআরএম সুরক্ষিত ভিডিও ব্লুরে, ডিভিডি এবং ডিজিটাল টিভি অ্যাপে চালাতে গিয়ে স্ক্রিন কালো হয়ে যাওয়া, ভিডিও থেমে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে মাইক্রোসফট ত্রুটিটির সমাধান করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ