হিজরি কালপঞ্জি: ইসলামি পরিচয়ের ধারণা
Published: 23rd, May 2025 GMT
আমরা অনেকেই শৈশবে ইসলামি মাসগুলোর নাম মুখস্থ করেছি বা আমাদের সন্তানদের সুর করে সেগুলো শিখিয়েছি। কিন্তু আজ কজন আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বারোটি হিজরি মাসের নাম? বা চারটি পবিত্র মাস কোনগুলো বা এই মুহূর্তে কোন মাস চলছে? রমজান, ঈদ, আরাফা বা আশুরার মতো কিছু গুরুত্বপূর্ণ দিন ছাড়া হিজরি ক্যালেন্ডার এখন আমাদের জীবনে শুধু একটি সাংস্কৃতিক নিদর্শন ছাড়া কিছু নয়। অথচ এই ক্যালেন্ডার বা কালপঞ্জির সঙ্গে পুনঃ সংযোগ আমাদের ইমানকে গভীর করতে পারে, আমাদের জীবনকে আল্লাহর পথে নিয়ে যেতে পারে। হিজরি ক্যালেন্ডার শুধু সময় মাপার হাতিয়ার নয়, এটি আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে।
হিজরি কালপঞ্জি: ইবাদতের একটি রূপ
কোরআনে আল্লাহ বলেন, ‘তিনিই সূর্যকে উজ্জ্বল ও চাঁদকে আলোকিত করেছেন এবং এর জন্য নির্দিষ্ট পর্যায় নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছরের সংখ্যা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এসব সৃষ্টি করেছেন ‘হক’র উদ্দেশ্যে। তিনি জ্ঞানীদের জন্য নিদর্শন স্পষ্ট করেন।’ (সুরা ইউনুস, আয়াত: ৫)
ইমাম কুরতুবি (মৃ.
আমরা রমজানের জন্য আগাম পরিকল্পনা করি, কিন্তু আরাফা বা আশুরার রোজার কথা প্রায়ই জুমার খুতবায় খতিব উল্লেখ না করলে ভুলে যাই। হিজরি ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত থাকলে আমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে পারি, যেমন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে ছুটির জন্য আমরা পরিকল্পনা করি। পবিত্র মাসগুলো জানা আমাদের বেশি নেক আমল করার নিয়ত করতে উৎসাহিত করে। ইবন আব্বাস (রা.) বলেন, ‘আল্লাহ চারটি মাসকে পবিত্র করেছেন, যেখানে পাপের গুরুত্ব বেশি এবং নেক আমলের প্রতিদানও বহুগুণ।’ (তাফসির ইবন কাসির, সুরা তাওবা: ৩৬ সংশ্লিষ্ট আলোচনা)
আরও পড়ুনসাহাবিরা যেভাবে মহানবী (সা.)-কে মানতেন২৯ এপ্রিল ২০২৫সুন্নাহ পালনের পথে হিজরি কালপঞ্জি
নবীজি (সা.) আমাদের প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতে উৎসাহিত করেছেন, যা সারা বছরের রোজার সমতুল্য। (সুনান নাসাই, হাদিস: ২,৪৩৪)
এই সুন্নাহ আমরা তখনই পালন করতে পারি, যদি হিজরি ক্যালেন্ডার অনুসরণ করি। নতুন চাঁদ দেখারও একটি সুন্নাহ আছে। নবী (সা.) নতুন চাঁদ দেখে দোয়া করতেন, ‘হে আল্লাহ, এই চাঁদ আমাদের জন্য নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করো। হে চাঁদ, আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। এটি হোক হিদায়াত ও কল্যাণের চাঁদ।’ (সুনান তিরমিজি, হাদিস: ৩,৪৫১)
চাঁদের চক্র অনুসরণ আমাদের কোরআনের আয়াতগুলোর প্রতি চিন্তাশীল হতে উৎসাহিত করে, যেখানে চাঁদের নিখুঁত কক্ষপথের কথা বলা হয়েছে।
সুন্নাহ পুনরুজ্জীবনের পুরস্কার
নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার সুন্নাহকে পুনরুজ্জীবিত করে, যা আমার পরে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সে তাদের সমান পুরস্কার পাবে, যারা তা পালন করবে, তাদের পুরস্কার কমানো ছাড়াই।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০১৭)
হিজরি কালপঞ্জি অনুসরণ একটি ছোট পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এটি নবীজি (সা.)-এর সুন্নাহকে জীবিত করার একটি শক্তিশালী উপায়। আমরা আমাদের ঘরে হিজরি ক্যালেন্ডার টাঙাতে পারি, ফোনের ডিসপ্লেতে হিজরি তারিখ সেট করতে পারি বা প্রতি মাসে নতুন চাঁদ দেখতে যেতে পারি। এই ছোট ছোট পদক্ষেপ আমাদের পরিবার ও সম্প্রদায়কে আল্লাহর সময়ের সঙ্গে সংযুক্ত করবে।
আসুন, আমরা এই সুন্নাহকে পুনরুজ্জীবিত করি, আমাদের জীবনকে আল্লাহর নৈকট্যের পথে নিয়ে যাই। এটি কেবল একটি ক্যালেন্ডার নয়, এটি আমাদের ইমানের প্রতিফলন, আমাদের পরিচয়ের অংশ।
সূত্র: প্রোডাক্টিভ মুসলিম ডটকম
আরও পড়ুনকীভাবে মহানবী (সা.)-কে ভালোবাসব২৭ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র জ র জন য ন আল ল হ কর ছ ন
এছাড়াও পড়ুন:
আটলান্টিকে সাবমেরিন টাইটানের নিখোঁজের মুহূর্ত ধরা পড়ল জাহাজের ভিডিওতে
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে দর্শনার্থীদের আটলান্টিক মহাসাগরের তলদেশে নিয়ে যাওয়া সাবমেরিন টাইটান নিখোঁজ হওয়ার মুহূর্তটি সাবমেরিনের সহায়ক জাহাজ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে ধরা পড়েছে।
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেটের সাবমেরিন টাইটান পাঁচ যাত্রীকে নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুব দেয়। এর ৯০ মিনিটের মাথায় সাবমেরিনের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রীরা সমুদ্রের ৩ হাজার ৮০০ মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য ওশানগেটকে অর্থ পরিশোধ করেছিলেন।
সাবমেরিনের পাঁচ যাত্রী ছিলেন ওশানগেটের সিইও স্টকটন রাশ, যুক্তরাজ্যের অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, অভিজ্ঞ ফরাসি ডুবুরি পল অঁরি নাজোলে, ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান। বিস্ফোরণে তাঁরা সবাই নিহত হন।
ইমপ্লোশন: দ্য টাইটানিক সাব ডিজাস্টার নামের একটি প্রামাণ্যচিত্র তৈরির জন্য মার্কিন উপকূল বাহিনীর (ইউএসসিজি) তদন্ত কার্যক্রমে নজিরবিহীনভাবে প্রবেশাধিকার পেয়েছে বিবিসি। ইউএসসিজি সম্প্রতি এই ভিডিও উদ্ধার করেছে।
ভিডিওতে দেখা যায়, ওই দুর্ঘটনায় নিহত ওশানগেটের সিইও স্টকটন রাশের স্ত্রী ওয়েন্ডি রাশ সহায়ক জাহাজে একটি কম্পিউটারের সামনে বসে আছেন, যা সাবমেরিন টাইটানের সঙ্গে বার্তা আদান-প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছিল। এ সময় তিনি বিস্ফোরণের শব্দ শুনে বলেন, এটা কিসের শব্দ ছিল?
এই ভিডিওকে প্রমাণ হিসেবে ইউএসসিজি মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশনের কাছে পেশ করা হয়েছে। এই বোর্ড দুই বছর ধরে সাবমেরিনটির ভয়াবহ বিপর্যয় নিয়ে তদন্ত করছে।
ওই প্রামাণ্যচিত্রে আরও প্রকাশিত হয়েছে যে যাত্রা শুরুর এক বছর আগেই সাবমেরিনের কার্বন ফাইবারে ফাটল শুরু হয়েছিল।
আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়ার সময় সহায়ক জাহাজটি টাইটানের সঙ্গে ছিল। সেখানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাবমেরিনটি সমুদ্রের প্রায় ৩ হাজার ৩০০ মিটার গভীরতায় পৌঁছানোর পর সজোর ধাক্কা মেরে দরজা বন্ধ করার মতো একটি বিকট শব্দ শোনা যায়। এ সময় ওয়েন্ডি রাশ থমকে যান এবং ওপরের দিকে তাকিয়ে ওশানগেটের কর্মীদের জিজ্ঞেস করেন, ওটা কিসের শব্দ ছিল?
আরও পড়ুনটাইটানে কী ঘটেছিল, জানতে যেসব প্রশ্নের জবাব পেতে হবে২৩ জুন ২০২৩এর কিছুক্ষণের মধ্যেই ওয়েন্ডি রাশ সাবমেরিন থেকে একটি বার্তা পান। এতে বলা হয়, তারা দুটি ভার ফেলে দিয়েছে। আর এ কারণেই সম্ভবত তিনি ভুলবশত ভেবেছিলেন। সাবমেরিনটি স্বাভাবিকভাবেই চলছে।
যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড বলছে, আসলে শব্দটি ছিল টাইটানের ভেতরের বিস্ফোরণের শব্দ।
মূলত ওই বার্তা সাবমেরিন বিস্ফোরণের ঠিক আগে পাঠানো হয়েছিল। কিন্তু সেটি বিস্ফোরণের পর সহায়ক জাহাজে পৌঁছায়।
বিস্ফোরণে টাইটানে থাকা পাঁচজনই মারা যান।
যাত্রা শুরু করার আগে টাইটানের নকশা নিয়ে গভীর সমুদ্রবিষয়ক বিশেষজ্ঞ এবং ওশানগেটের সাবেক কিছু কর্মী সতর্ক করেছিলেন।
আরও পড়ুনআটলান্টিকের তলদেশে সবশেষ শনাক্ত শব্দ টাইটানের না–ও হতে পারে২২ জুন ২০২৩