অতিরিক্ত গরমের কারণে দীর্ঘক্ষণ চলা ডিভাইসে বাড়তি তাপমাত্রার সঞ্চার হয়। মাল্টিটাস্কিং কাজের সময় হঠাৎ করেই ল্যাপটপে বা পিসি বিশেষ মোডে গিয়ে রিস্টার্ট হতে পারে। তা বারবার বা পুনরাবৃত্তি হতে পারে। কারণ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু না হয়ে অনেক সময় সেফ মোডে চলে যায়। আবার অনলাইনে আপডেট হয়ে না থাকলে ডিভাইস এমন মোডে চলে যেতে পারে। সেফ মোড হচ্ছে উইন্ডোজের বিশেষ অবস্থা।
যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল আর সব ড্রাইভার নিয়ে লোড হয়। সহজে বলা যায়, পিসির বিপৎকালে যখন ন্যূনতম প্রস্তুতিতে সিস্টেম চালু করতে হয়।
হুট করেই উইন্ডোজ সেফ মোডে চালু হলে প্রাথমিকভাবে রিস্টার্ট করে সমাধান পাওয়া যেতে পারে। পরে স্বাভাবিকভাবে তা সচল হয় কিনা, তা পরীক্ষা করে নিতে হবে। এ কাজে কয়েকবার ব্যর্থ হলে বুঝতে হবে সমস্যাটি স্বাভাবিক নয়; বরং কিছুটা জটিল রূপ ধারণ করেছে। উইন্ডোজের কোনো আবশ্যক বা জরুরি ফাইলের ক্ষতি বা হার্ডওয়্যারের সমস্যার কারণে এমন সমস্যা হতে পারে।
নতুন কোনো হার্ডওয়্যার সেটিংস বদলের ফলে যদি উইন্ডোজ কয়েক দফায় সেফ মোডে চলে যায়, তাহলে আগের সেটিংস রিভার্স করে নেওয়াই হবে দ্রুত ও সহজ সমাধান। অপারেটিং সিস্টেম উইন্ডোজের এমন মোডকে বলা হয় ডায়াগনস্টিক মোড। উইন্ডোজ চালু হওয়ার সময় এফ-এইট কি প্রেস করলে যে মেন্যু দৃশ্যমান হয়, সেখান থেকে সেফ মোড চালু করা যাবে। যেহেতু এটি ডায়াগনস্টিক মোড, তাই এমন অবস্থান ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে বাড়তি কোনো কিছু, যেমন– সাউন্ড, হাই কালার ডিসপ্লে ও প্রিন্টারের মতো ডিভাইস একবারেই কাজ করবে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: উইন ড জ
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।
শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।