Samakal:
2025-09-17@21:08:03 GMT

পিসির রিস্টার্ট মোড

Published: 25th, May 2025 GMT

পিসির রিস্টার্ট মোড

অতিরিক্ত গরমের কারণে দীর্ঘক্ষণ চলা ডিভাইসে বাড়তি তাপমাত্রার সঞ্চার হয়। মাল্টিটাস্কিং কাজের সময় হঠাৎ করেই ল্যাপটপে বা পিসি বিশেষ মোডে গিয়ে রিস্টার্ট হতে পারে। তা বারবার বা পুনরাবৃত্তি হতে পারে। কারণ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু না হয়ে অনেক সময় সেফ মোডে চলে যায়। আবার অনলাইনে আপডেট হয়ে না থাকলে ডিভাইস এমন মোডে চলে যেতে পারে। সেফ মোড হচ্ছে উইন্ডোজের বিশেষ অবস্থা। 
যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল আর সব ড্রাইভার নিয়ে লোড হয়। সহজে বলা যায়, পিসির বিপৎকালে যখন ন্যূনতম প্রস্তুতিতে সিস্টেম চালু করতে হয়।
হুট করেই উইন্ডোজ সেফ মোডে চালু হলে প্রাথমিকভাবে রিস্টার্ট করে সমাধান পাওয়া যেতে পারে। পরে স্বাভাবিকভাবে তা সচল হয় কিনা, তা পরীক্ষা করে নিতে হবে। এ কাজে কয়েকবার ব্যর্থ হলে বুঝতে হবে সমস্যাটি স্বাভাবিক নয়; বরং কিছুটা জটিল রূপ ধারণ করেছে। উইন্ডোজের কোনো আবশ্যক বা জরুরি ফাইলের ক্ষতি বা হার্ডওয়্যারের সমস্যার কারণে এমন সমস্যা হতে পারে।
নতুন কোনো হার্ডওয়্যার সেটিংস বদলের ফলে যদি উইন্ডোজ কয়েক দফায় সেফ মোডে চলে যায়, তাহলে আগের সেটিংস রিভার্স করে নেওয়াই হবে দ্রুত ও সহজ সমাধান। অপারেটিং সিস্টেম উইন্ডোজের এমন মোডকে বলা হয় ডায়াগনস্টিক মোড। উইন্ডোজ চালু হওয়ার সময় এফ-এইট কি প্রেস করলে যে মেন্যু দৃশ্যমান হয়, সেখান থেকে সেফ মোড চালু করা যাবে। যেহেতু এটি ডায়াগনস্টিক মোড, তাই এমন অবস্থান ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে বাড়তি কোনো কিছু, যেমন– সাউন্ড, হাই কালার ডিসপ্লে ও প্রিন্টারের মতো ডিভাইস একবারেই কাজ করবে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইন ড জ

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ