আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের দাবি বিএনপির একাংশের
Published: 26th, May 2025 GMT
রাজশাহী মহানগর বিএনপির একাংশ বড় জমায়েত করে মানববন্ধন করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয় ‘মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী’র ব্যানারে।
মানববন্ধনে অংশ নেওয়া নেতারা মহানগরের সাবেক কমিটির দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনটি দেড় ঘণ্টাব্যাপী চলে। এতে বক্তব্য দেন নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, শাহ মখদুম থানার সাবেক সভাপতি মো.
নগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা যদি মনে করি, ঢাকা থেকে কোনো নেতা রাজশাহীতে আসবে না, কারও বাবার ক্ষমতা নেই যে রাজশাহীতে আসে। আমরা যদি মনে করি, এই অযোগ্য কমিটি রাজশাহীতে কোনো কর্মসূচি পালন করবে না, অবশ্যই তাদের ক্ষমতা নেই করার। আমরা এত দিন কেন্দ্রের দিকে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছি। এখনো তারেক রহমানের নেতৃত্বে আমরা আছি। যারা ১৯৯৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খালেদা জিয়াকে কালো পতাকা প্রদর্শন করেছিল, আজ তারা বিএনপির নেতা।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘যাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারা রাজশাহীতে বিএনপির নেতৃত্ব দিতে পারবে না। যারা দিনের বেলায় বিএনপি, রাতের বেলাতে আওয়ামী লীগ করে, তারা বিএনপির নেতৃত্ব দিতে পারে না। এদের যোগ্যতা নেই। আজ এখান থেকে বলছি, অবিলম্বে কেন্দ্র থেকে এই আওয়ামী লীগের দোসরদের কমিটি বাদ দিতে হবে। ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।’
নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান বলেন, ‘আজ এখানে রাজশাহী নগরের সব ত্যাগী নেতা-কর্মী অবস্থান করছেন। সাড়ে তিন বছর হয়ে গেল, একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। কতিপয় কেন্দ্রের নেতা প্রভাবিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটি আহ্বায়ক, সদস্যসচিব, উনারা বিতর্কিত। কারণ, বিগত ১৭ বছরের আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে কোথাও কোনো আন্দোলন–সংগ্রামে দেখিনি। তাঁরা ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৩০টি ওয়ার্ডের বিভিন্নভাবে থানা ও ওয়ার্ড কমিটি দেওয়া শুরু করেছেন। ওই কমিটিগুলোতে আওয়ামী লীগের দোসরদের রাখা হয়েছে। রাজশাহীর আপামর জনতা জানে বিএনপি মানে মিজানুর রহমান (মিনু), শফিকুল হক (মিলন), মোসাদ্দেক হোসেন (বুলবুল)।’
২০২১ সালের শেষ দিকে রাজশাহী মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত করে বিএনপি। ওই বছরের ডিসেম্বরে এরশাদ আলীকে আহ্বায়ক এবং মামুন-অর-রশিদকে সদস্যসচিব করা হয়। এতে রাজশাহীর সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন এবং কেন্দ্রের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক বাদ পড়েন। তাঁরা এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কমিটি হওয়ার কয়েক বছর পর গত বছরের শেষ দিকে বিভিন্ন থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করে এই কমিটি। পরে চলতি বছর কর্মী সম্মেলন করে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি দিচ্ছে এই কমিটি।
এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী বলেন, ‘আমাদের আগে তাঁরা বিএনপির মহানগরের দায়িত্বে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটি মনে করেছে, আমাদের দিয়ে কাজ হবে, তাই আমাদের কমিটিতে রেখেছে। আমরা মহানগর বিএনপিকে একত্রিত করে কাজ করেছি। কিন্তু কিছু মানুষ কমিটি হওয়ার পর থেকে অসহযোগিতা ও ষড়যন্ত্র করে আসছে।’
এরশাদ আলী আরও বলেন, ‘আমরা থানা কমিটি করছি। সেখানে যদি আওয়ামী লীগের কেউ থাকে, তাঁরা ধরিয়ে দিক। কমিটি প্রকাশ্যে করা হয়েছে। আমরা তাঁদেরও কমিটিতে রাখতে চাই। কিন্তু তাঁরা না এসে নানা রকম কর্মসূচি করছেন।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স ব ক স ল গ র দ সরদ র র ব এনপ কম ট র ই কম ট গঠন ক রহম ন নগর র আওয় ম
এছাড়াও পড়ুন:
শিবচরে তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
মাদারীপুরের শিবচরে জামিনে থাকা আসামি রাকিব মাদবরকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।
এর আগে গত রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে রাকিব মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। রাকিব শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
দুই দিন পার হয়ে গেলেও এই ঘটনায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ দুপুরে শিবচর পৌর বাজারের সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে শত শত মানুষের সামনে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা সভ্য স্বাধীন দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড হতে পারে না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেবেন তাঁরা।
মামলার বাদী নিহত ব্যক্তির চাচি পারুল আক্তার বলেন, ‘রাকিবরে এতগুলো মানুষের সামনে কুপাইয়া মাইরা ফালাইলো। কেউ বাঁচাতে এগিয়ে আসলো না। যারা খুন করছে, তারা রাকিবের পূর্বশত্রু। আবুল কালাম সরদারের নির্দেশে তার লোকজন এই খুন করেছে। পুলিশ এ ঘটনায় কোনো আসামি এখন অবধি গ্রেপ্তার করে নাই। আসামিগো গ্রেপ্তার চাই, ফাঁসি চাই।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে নিহত রাকিব মাদবরের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে গত ৬ মে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ নিহত হন। ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব সম্প্রতি জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন। রোববার রাত আটটার দিকে শিবচর পৌর বাজারের একটি সড়কে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় ৪ থেকে ৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে হত্যার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুনশিবচরে হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা১৫ সেপ্টেম্বর ২০২৫