ফতুল্লায় ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই ৩০ মে
Published: 26th, May 2025 GMT
ফতুল্লা থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সোমবার (২৬ মে) বিকাল ৩টায় ফতুল্লার পঞ্চবটিতে থানা কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন।
সভায় ঘোষণা দেওয়া হয়, আসছে ৩০ মে বিকেল ৩টায় জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে। সভা থেকে এই প্রোগ্রামকে সফল করার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন সকল দায়িত্বশীলকে প্রস্তুত থাকার আহ্বান জানান সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।
যৌথ এই সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ, সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রুবেল হুসাইন, দফতর সম্পাদক মুহাম্মাদ মুক্তার হুসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন রানা। এছাড়াও থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও মাঠপর্যায়ে কর্মী সক্রিয়তা নিয়েও আলোচনা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আলহ জ ব হ স ইন ইসল ম
এছাড়াও পড়ুন:
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ-সম্পাদক নাসিম
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসিম রেজা।
রবিবার (১৩ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে কর্মরত এবং সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত।
আরো পড়ুন:
টিউশনির টাকায় বিসিএসের প্রস্তুতি: ৪৩-এ শিক্ষা, ৪৪-এ পররাষ্ট্র ক্যাডার
বাকৃবিতে ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়নের দাবি
সম্প্রতি অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটারের ৯৩ শতাংশ।
গঠনতন্ত্র অনুযায়ী ইতোমধ্যে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।
ঢাকা/এএএম/রাজীব