রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা কামরুল আহসান হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার গুলশানে মানববন্ধন করেছেন দলটির নেতা–কর্মীরা। এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেপ্তারে তিন দিনের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন দলটির স্থানীয় নেতারা। এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষর্শীরা জানান, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান হত্যার বিচার চেয়ে আজ বেলা তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে ডিআইটি মার্কেট পর্যন্ত মানববন্ধন করেন দলের নেতা–কর্মীরা। দলের গুলশান থানা ও এই থানার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।

মানববন্ধনে নেতারা কামরুল আহসানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে বক্তব্য দেন। মানববন্ধনের পর গুলশান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফউদ্দিন আহম্মেদ মামুন প্রথম আলোকে বলেন, কামরুল আহসান হত্যাকারীদের গ্রেপ্তারে তাঁরা তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে মানবন্ধনে। এই সময়ের মধ্যে হত্যাকারীরা আইনের আওতায় না এলে গুলশান ১ ও ২ নম্বর, নতুনবাজার ও বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করবে বিএনপি।

শরিফউদ্দিন আহম্মেদ মানববন্ধনে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন গুলশান থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির। এই মানববন্ধনে অন্যদের মধ্যে ব্যবসায়ী ও বিএনপি নেতা কামাল জামান মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব এ জি এম শামসুল হক, উত্তর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদের, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গত রোববার রাতে কামরুল আহসানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কামরুলের স্ত্রী দিলরুবা আক্তার বাড্ডা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, কামরুল আহসান হত্যার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে দোকান বরাদ্দ, বাড্ডা এলাকায় কেব্‌ল টিভি সংযোগ, ইন্টারনেট সংযোগ ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে কামরুল আহসানকে গুলি করে হত্যা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হত য ক র দ র ব এনপ র

এছাড়াও পড়ুন:

কুয়েটে ভিসি নিয়োগ ও বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • জামালপুরে নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
  • কুয়েটে ভিসি নিয়োগ ও বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে কর্মচারীদের মানববন্ধন