যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি জমায়েতের দিকে পেট্রোল বোমাসদৃশ বস্তু ছুড়ে মারে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায় ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। বিবিসি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

সালমা বললেন, ‘বাড়ির মেয়ে ঘরে ফিরেছি’

প্রথম আলো :

পুরোনো কারও সঙ্গে দেখা হলো, গুরু বা সহশিল্পী?

হ্যাঁ, গুরুভাইদের সঙ্গে দেখা হয়েছে। গুরুজি বাউল শফি মণ্ডলের দুই শিষ্য তফি ভাই আর শাহাবুদ্দীন ভাইয়ের সঙ্গে দেখা হলো। তাঁদের সঙ্গে প্রায় ২৫ বছর আগে থেকে কাজ করছি। তাঁদের দেখে মনে হচ্ছিল, যেন আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। কত স্মৃতি আমাদের!

প্রথম আলো:

মঞ্চে বলছিলেন, যেখানেই গান করেন, মৌলিক গানের পাশাপাশি লালনের গান করেনই...

আমি কুষ্টিয়ার মেয়ে, তাই এটা আমার দায়বদ্ধতা। ছোটবেলা থেকেই মানুষ আমাকে ‘লালনকন্যা’ বলে ডাকে। আমি নিজে বলি না, মানুষই বলে। জানি না লালন সাঁইজির ‘নাতিপুতি’ হওয়ার যোগ্য কি না। আমি মনে করি, ফরিদা পারভীনই ছিলেন লালন ফকিরের আসল কন্যা। তিনি সাঁইজির বাণীকে এক জীবনের সাধনায় ধারণ করেছেন। তাঁর অবদান অপরিসীম। যত দিন লালনের বাণী থাকবে, ফরিদা পারভীন ম্যাডামও মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

মঞ্চে গায়িকা সালমা। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ