লোহাগাড়ায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
Published: 21st, June 2025 GMT
দেয়ালে রঙের প্রলেপ উঠে গেছে অনেক আগে। প্রায়ই খসে পড়ে পলেস্তারা। দেয়াল, ছাদ ও পিলারের স্থানে স্থানে ফাটল। কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। ছাদ বেয়ে পড়ছে পানি। এমনই বেহাল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের চরম্বা উচ্চবিদ্যালয়ের দোতলা ভবনের। দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে জরাজীর্ণ এই ভবনে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এমপিওভুক্ত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০। ১৯৬৮ সালে ২ একর ২৩ শতক জায়গা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে ৭ শতক জায়গায় মূল দোতলা ভবনটি নির্মাণ করা হয়। তিন কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন নির্মিত হয়েছিল ১৯৯৮ সালে। খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে ছয় কক্ষবিশিষ্ট ঝুঁকিপূর্ণ দোতলা ভবনটিতেই চলে পাঠদান।
‘বিদ্যালয়ের ভবন এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানকে পড়তে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের ভবনগুলো সংস্কার করা হচ্ছে না’।সৈয়দ হোসেন, প্যানেল চেয়ারম্যান, চরম্বা ইউনিয়ন পরিষদচরম্বা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের একমাত্র ভবনটি কয়েক বছর ধরে জরাজীর্ণ। বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের এসব ভবনে পাঠদান করা হচ্ছে।
ছবি: প্রথম আলো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে দুই-তারকা জেনারেল হিসেবে পদোন্নতির পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগসংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে।
মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুনরাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা১৭ ঘণ্টা আগে