আইসিসির নিয়ম ভাঙায় গিল কি শাস্তি পাবেন
Published: 21st, June 2025 GMT
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দারুণ শুরু হয়েছে শুবমান গিলের। হেডিংলিতে কাল প্রথম টেস্টের প্রথম দিনেই অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেন গিল। বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় হিসেবে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন। তবে এমন আনন্দের উপলক্ষের মধ্যেই গিলকে চোখ রাঙাচ্ছে আইসিসির শাস্তি।
আরও পড়ুনএক সেঞ্চুরিতে বিজয় হাজারে, গাভাস্কার, ভেংসরকার ও কোহলিকে ছুঁলেন গিল১৪ ঘণ্টা আগেবিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসির শৃঙ্খলাজনিত নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন গিল। সেই নিয়ম আসলে পোশাক–সম্পর্কিত (ক্লথিং রেগুলেশন)। কাল কালো রঙের মোজা পরে ব্যাটিং করতে দেখা গেছে গিলকে, যা টেস্টে আইসিসির নিয়মের পরিপন্থী।
আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’–এর ১৯.
গিল নিয়ম ভেঙে অন্য রঙের মোজা পরে মাঠে নামায় শাস্তি পাবেন কি না, তা নির্ভর করছে এই ম্যাচের রেফারি রিচি রিচার্ডসনের ওপর। গিল ইচ্ছা করে নিয়ম ভেঙে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন কি না, সে বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। শাস্তি পেলে সেটা হতে পারে ম্যাচ ফির ১০ কিংবা ২০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ অর্থ জরিমানা। ডিমেরিট পয়েন্টও পেতে পারেনন। তবে ব্যাপারটা দুর্ঘটনাক্রমে কিংবা অনিচ্ছাকৃত—ভেজা মোজা কিংবা ব্যবহার করার উপযোগী নয়—হলে বেঁচে যেতে পারেন গিল।
দারুণ ব্যাট করে সেঞ্চুরি তুলে নেন গিলউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে
বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি
ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি
ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ