পন্টিং ও ফিঞ্চের চোখে রিশাদ কেন আলাদা?
Published: 21st, June 2025 GMT
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় মৌসুমে বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন। বিগ ব্যাগের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস এবারও ড্রাফট থেকে ২৩ বছর বয়সী বাংলাদেশি স্পিনারকে দলে নিয়েছে। গত আসরে তাকে দলে নিয়েছিল হোবার্ট। কিন্তু নানা জটিলতায় সেবার তার খেলা হয়নি। এবার পুরো মৌসুম তাকে পাওয়া যাবে এমনটাই জানিয়েছে, বিগ ব্যাশ কর্তৃপক্ষ।
বাংলাদেশের এই স্পিনারকে এবার হোবার্ট নিজেদের ডাকেই ঘরে তুলেছে। গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পান রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি সুযোগ পাওয়া তিনিই প্রথম।
রিশাদকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মনে ধরেছিল হোবার্টের। তখন থেকেই তাকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল। দলটির মেন্টর রিকি পন্টিং চেয়েছিল রিশাদকে দলে নিতে। বিগ ব্যাশের অফিসিয়াল পোডকাস্টে সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যারোন ফিঞ্চ সেই কথা বললেন, ‘‘রিকি পন্টিংও তার খুব প্রশংসা করেছে। ডানহাতি লেগ স্পিনার হিসেবে অন্য লেগ স্পিনাদের মধ্যে তাকে তারা বেছে নিয়েছে। আমার মনে হয় তৃতীয় বা চতুর্থ রাউন্ডেই (আসলে দ্বিতীয়) তারা তাকে তুলে নিয়েছিল। এটা একটা দারুন ব্যাপার। বল টস করতে ভয় পায় না। হোবার্ট হারিকেনসের একটা থিম আছে। তারা মাঝের ওভারগুলোতে উইকেট চায়। রান নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়।’’
আরো পড়ুন:
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ
রিশাদকে বিগ ব্যাশ-পিএসএল খেলার সুযোগ দিতে বললেন মালান
রিশাদের প্রশংসা করে ফিঞ্চ আরো বলেছেন, ‘‘বাংলাদেশি একজন লেগ স্পিনার হিসেবে সে খুব ভালো করছে এবং ভালোমানের স্পিনারও সে। একেবারেই আলাদা। গত বছর সে খুব বেশি ম্যাচ খেলেনি। আমার মনে হয় হাতে গোনা কয়েকটি ম্যাচ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আধুনিক লেগ স্পিনারদের থেকে একেবারেই আলাদা সে। বল টস করে। যদি সে চাপের মধ্যে থাকে, তাহলে সে ধীরে চলে।’’
রশিদ খানের সঙ্গে তুলনা করে রিশাদের বোলিং বৈচিত্র্য নিয়ে আলাদা করে কথা বলেছেন ফিঞ্চ, ‘‘আমি তাকে এমন কারো সাথে তুলনা করি যাকে আমি বোলিং করতে দেখেছি এবং বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি, সে বিগ ব্যাশেও খেলেছে। রশিদ খান, যিনি বাতাসে দ্রুত গতিতে বল করেন, সব সময় স্টাম্পে নির্ভুলভাবে বল করেন। এই ছেলেটা আলাদা। রিশাদ জানিয়েছে, সে টস করবে। সে তোমাকে আটকানোর চেষ্টা করবে এবং গতির বৈচিত্র্য ধরে রাখবে। সে খুব ভালো গুগলিও করতে পারে। ক্যারিবিয়ানে দুর্দান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ কেটেছিল তার।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে
ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূমিকা ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবোদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকার বসুন্ধরায় একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে বুধবার সন্ধ্যায় সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
গত ১০ জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিলে প্রায় ৩০০-৪০০ জন অংশ নেন।
গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
ঢাকা/এমআর/ইভা