দেশ থেকে ২০৩০ সালের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পণ্যের রপ্তানি বেড়ে ৫ বিলিয়ন তথা ৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেন, ‘আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া আমরা উপদেষ্টা পরিষদের আলোচনায় তুলে ধরব। এর ফলে ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রবেশে কোনো বাধা থাকবে না।’

দেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সম্মেলনে রাজধানীর মিরপুরের সেনা প্রাঙ্গণে আজ শনিবার সকালে সম্মেলনটির আয়োজন করে।

সম্মেলনে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে প্রণোদনা, ‘পেমেন্ট গেটওয়ে সমস্যা নিরসন, অফিস সুবিধা—এই তিন চাহিদা অনুভব করে সরকার। ইতিমধ্যে আমরা গুগল পে চালু করতে সক্ষম হয়েছি। এ ছাড়া পেমেন্ট গেটওয়ে ‘‘স্ট্রিপ’’–এর সঙ্গে আমাদের আলোচনা চলছে। এ ছাড়া পে পালকে দেশের বাজারে আনতে আমাদের কিছুটা সময় লাগতে পারে। তবে এর জন্য বিডাসহ আমাদের অনেকগুলো টিম একসঙ্গে কাজ করছে।’

ঢাকায় একাধিক স্থানে সফটওয়্যার পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ঢাকা সিটি করপোরেশন কামরাঙ্গীরচর ও মিরপুরের আশপাশে আমাদের বেশ কিছু জমি দেখিয়েছে। পাশাপাশি তেজগাঁওয়ে বিটিসিএলের পুরোনো জমি ও পূর্বাচলে হাইটেক সফটওয়্যার পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সফটওয়্যার পার্ক স্থাপিত হলে আপনাদের আমরা কম খরচে অফিস ভাড়া দিতে পারব।’

ফয়েজ আহমেদ তৈয়্যব আরও বলেন, দেশে এত দিন নানা ডিজিটাল উদ্যোগ থাকলেও সেগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ ছিল না। একেকটি বিচ্ছিন্ন ‘ডিজিটাল আইল্যান্ড’ ছিল। তাই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার ফ্রন্টিয়ার টেকনোলজি ও এআই খাতকে অগ্রাধিকার দিতে প্রচলিত খাতগুলোতে প্রণোদনা কমিয়ে এবার এই খাতে প্রণোদনা বাড়ানো হতে পারে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পের সবচেয়ে বড় শক্তি হলো এর অন্তর্নিহিত সম্ভাবনা। তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বিকাশে প্রয়োজন সমন্বিত নীতিমালা, আধুনিক অবকাঠামো ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যকর সমর্থন। গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ও স্মার্ট নগর-পরিকল্পনা, আইটি পার্ক ও অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ‘আমরা নাগরিক সেবা নিশ্চিতে ‘‘নাগরিক সেবাকেন্দ্র’’ তৈরি করেছি। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী এ ধরনের সেবাকেন্দ্র চালু করা হবে। যেখানে “ওয়ান স্টপ সার্ভিস” পাওয়া যাবে। এগুলো সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে। সরকারের সংস্কার কর্মসূচিতে তথ্যপ্রযুক্তি (আইটি), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং ইনফরমেশন টেকনোলজি সার্ভিসকে (আইটিএস) বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।’

বিপিও সম্মেলনে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ বলেন, সরকার শুধু এই খাতে সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করে। এই সামিট আয়োজনে যদি সামনের দিনগুলোতে সফলতা আসে, সেটি খাতসংশ্লিষ্ট অংশীদারদের প্রাপ্য। আর কোনো ব্যর্থতা হলে সেটি সরকারের দায়। জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের দায়িত্ব শুধু জনগণের উন্নয়ন নিশ্চিত করা।

আবু সাঈদ আরও বলেন, ‘জাতিসংঘ সংস্থা আঙ্কটাডের তথ্য অনুযায়ী বর্তমানে ফ্রন্টিয়ার টেকনোলজি বাজারের আকার ২ দশমিক ৫ ট্রিলিয়ন (আড়াই লাখ কোটি) ডলার, যা প্রতিবছর ২০ শতাংশ হারে বাড়ছে। এটি ২০৩৩ সালে বেড়ে ১৬ দশমিক ৪ ট্রিলিয়নে উঠবে। এই বাজারের আমরা কতটুকু ধরতে পারব? আমাদের সক্ষমতাই বা কতটুকু? সেটাই এখন আমাদের ভাবনার বিষয়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, ‘এই বিপিও সামিট কেবল একটি ইন্ডাস্ট্রির সম্মেলন নয়। এই আয়োজন দেশের তরুণদের প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে।’

দুই দিনের এই সম্মেলনে ৯টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা। থাকছে চাকরি মেলা ও উদ্যোক্তা বিষয়ে বিশেষ অধিবেশন। পাশাপাশি দেশি-বিদেশি প্রযুক্তি ও বিপিও প্রতিষ্ঠানের অংশগ্রহণে পণ্য ও সেবা প্রদর্শনী রয়েছে।

এ ছাড়া আসা দর্শনার্থীরা সরাসরি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের পরিষেবা ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। সম্মেলনে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত এআর (অগমেন্টেড রিয়েলিটি) ও ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) অভিজ্ঞতা নেওয়া আলাদা স্টল রয়েছে। এর পাশাপাশি ড্রোন, সাবমেরিন প্রযুক্তি ও রোবট প্রদর্শনী রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আউটস র স আম দ র অন ষ ঠ সরক র আইস ট

এছাড়াও পড়ুন:

চিকিৎসকের অনুমতি ছাড়া অক্সিজেন মাস্ক খুলেছেন ক্লিনার, অভিযোগ মৃতের স্বজনদের

অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার আধাঘণ্টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত সাইফুল ইসলাম নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে।

রোগীর স্বজনেরা জানান, কিডনি জটিলতায় গত শনিবার সাইফুলকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু, পরদিন সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) আব্দুল জব্বার অক্সিজেন মাস্ক খুলে নিয়ে সিলিন্ডারসহ আরেক রোগীকে দেন। এর আধাঘণ্টার মধ্যে সাইফুল ইসলাম মারা যান।

সাইফুলের মা রশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘‘রাতভর দৌড়াদৌড়ি করে ছেলেকে অক্সিজেন দিয়েছিলাম। কিন্তু, সকালে ক্লিনার অক্সিজেন খুলে নেয়। এর কিছুক্ষণের মধ্যে আমার ছেলে মারা যায়।’’

মৃতের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘‘চিকিৎসকের অনুমতি ছাড়াই ক্লিনার অক্সিজেন খুলেছেন। এর আধাঘণ্টার মধ্যে ছটফট করতে করতে আমার ভাই মারা গেছে।’’

ওয়ার্ডে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি এসে সাইফুলের নাক থেকে নল খুলে সিলিন্ডার নিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আউটসোর্সিং কর্মচারী আব্দুল জব্বার বলেন, ‘‘একজন মুমূর্ষু রোগীকে দেওয়ার জন্য অক্সিজেন খুলে নেওয়া হয়েছিল।’’

খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, ‘‘হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই। পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়া বা খুলে নেওয়া ওয়ার্ড ক্লিনারের কাজ নয়। একজন রোগী কখন অক্সিজেন পাবেন, কখন পাবেন না; এ সিদ্ধান্ত জানাবেন ওয়ার্ডের ডাক্তার। যেই রোগীকে অক্সিজেন দেওয়া আছে, সেই রোগীর অক্সিজেন খুলতে হলে চিকিৎসকের অনুমতি নিয়ে খুলতে হবে। ওয়ার্ড ক্লিনার যদি খুলে নিয়ে থাকেন, তবে তিনি অপরাধ করেছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চিকিৎসকের অনুমতি ছাড়া অক্সিজেন মাস্ক খুলেছেন ক্লিনার, অভিযোগ মৃতের স্বজনদের