২৬ ডিসেম্বর, ২০২৪।

বক্সিং ডে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামলেন ১৯ বছরের এক তরুণ। ওটাই তাঁর অভিষেক ম্যাচ। স্যাম কনস্টাস নাম তাঁর।

ওদিকে বোলার ভারতের যশপ্রীত বুমরা। এই সময়ের বিশ্বসেরা।

তারপর যেটা হয়েছিল, ক্রিকেট বিশ্বের কেউই বোধ হয় সেটা কল্পনা করেননি। বুমরার মতো বোলারকে যেমন খুশি তেমন পেটানোর চেষ্টা করছেন কনস্টাস। মারছেন মাঠের চারদিকে। সব যে ইচ্ছেমতো করতে পেরেছিলেন এমন নয়, কিন্তু বুমরাকে যেভাবে খুশি মারার সাহস করাটা, এবং সেটা মাত্র ১৯ বছর বয়সে অভিষেকেই, টেস্ট ক্রিকেট এমন কিছু বহুদিন দেখেনি।

শেষ পর্যন্ত সেদিন মাত্র ৬৫ বলে ৬০ রান করে আউট হয়ে গিয়েছিলেন কনস্টাস। স্ট্রাইক রেট ৯২.

৩০! ক্রিকেটপ্রেমীদের সব মনোযোগ কেড়ে নিতে অবশ্য ওইটুকুই যথেষ্ট ছিল। কনস্টাসের নাম ছড়িয়ে পড়েছিল রাতারাতি।

তবে বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয়েছিল, ভেতরের গল্পটা কিন্তু একদম উল্টো। সম্প্রতি চ্যানেল নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কনস্টাস বলেছেন, ক্রিকেট নয়,  প্রথম দিকে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল—মাঠভর্তি দর্শকের সামনে দেশের হয়ে খেলার আবেগ সামলানো। বলেছেন, ‘সেই সময়টা ছিল আমার টেস্ট ক্যারিয়ারের একেবারে শুরু। চারপাশে এত দর্শক, এত উত্তেজনা—সব মিলিয়ে আবেগটাই হয়তো একটু বেশি চেপে বসেছিল। তবে এরপর যেই বিরতিটা পেয়েছি, সেটা আমাকে নিজের খেলা নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছে, আর মানসিকভাবে আরও শক্ত হতে সাহায্য করেছে।’

বক্সিং ডে টেস্টে কনস্টাসের সাহসী ব্যাটিং প্রশংসিত হয়েছিল।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস ট স

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ