বরগুনায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, আইসিইউ নেই, বাড়ছে মৃত্যুঝুঁকি
Published: 22nd, June 2025 GMT
বরগুনা সদরের বাসিন্দা জয়নাল আবেদিনের (৪২) জ্বর ছিল। হাসপাতালে নিলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা গুরুতর হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন স্বজনেরা; কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তীব্র শ্বাসকষ্টে মারা যান তিনি।
জয়নাল আবেদিন মারা যান ১৬ জুন। তাঁর মেয়ে মারিয়া আক্তার বলেন, ‘বাবার জ্বর ছিল। বরগুনায় পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। এরপর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করি আমরা; কিন্তু হাসপাতালের সামনে পৌঁছানোমাত্র তীব্র শ্বাসকষ্টে মারা যান তিনি।’
বরগুনায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। তবে বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। হাসপাতালে থাকা আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্সটিও অকেজো। এতে ডেঙ্গুতে আক্রান্তের পর অবস্থা গুরুতর হওয়া রোগীদের বরিশাল বা ঢাকায় পাঠানো হচ্ছে সাধারণ অ্যাম্বুলেন্সেই ঝুঁকিপূর্ণভাবে। এতে রোগীদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনেরা। যাত্রাপথে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে।
সরকারি হিসাবে, গত জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে; কিন্তু বেসরকারি হিসাবে ১১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। প্রতিদিনই জেলাটিতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।আরও পড়ুনবরগুনায় সরকারি হিসাবের বাইরেও ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু১৯ জুন ২০২৫রোগী বাড়ছে, গভীর হচ্ছে সংকটসরকারি হিসাবে, গত জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে; কিন্তু বেসরকারি হিসাবে ১১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। প্রতিদিনই জেলাটিতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
বরিশাল বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ৩ হাজার ২৯০ জন ডেঙ্গু নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬ জন।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে, ২৫০ শয্যার হাসপাতালটি কার্যত এক মাস ধরে ডেঙ্গু রোগীতে ঠাসা। প্রতিদিন ৬০ থেকে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। গত বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২১৭ জন।
এবারের ডেঙ্গু পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে উপকূলীয় এই জেলায় তা মহামারি আকার ধারণ করেছে। শহরের প্রতিটি পাড়ার বাড়িতে বাড়িতে ডেঙ্গু রোগী। এমন ভয়াবহ পরিস্থিতিতে আইসিইউ না থাকা শুধু দুঃখজনক নয়, এটা প্রশাসনিক ব্যর্থতাও।হাসান ঝন্টু, সভাপতি, বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামআরও পড়ুনবরগুনায় ডেঙ্গু এত বৃদ্ধির পেছনে ‘ভিন্ন’ একটি কারণ, কী সেটা১৮ জুন ২০২৫বর্তমানে বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা এত বেশি যে তা দেশের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি। হাসপাতালে শয্যাসংকট, জনবলঘাটতি, সর্বোপরি আইসিইউ না থাকায় রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান চিকিৎসকেরা।
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, ‘শুধু শয্যাসংকট নয়, গুরুতর অবস্থার রোগীদের জন্য প্রয়োজনীয় আইসিইউ সুবিধার অভাব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোগীর অবস্থা গুরুতর হলেও অনেক সময় আমরা কিছুই করতে পারি না। অসহায় হয়ে পড়ি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুল আলম বলেন, ‘রোগীর চাপ সামাল দিতে আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি; কিন্তু আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে পাঠানো (রেফার) ছাড়া কোনো উপায় নেই। এটি আমাদের জন্যও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকদের তথ্যমতে, ২৫০ শয্যার হাসপাতালটি কার্যত এক মাস ধরে ডেঙ্গু রোগীতে ঠাসা। প্রতিদিন ৬০ থেকে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।আরও পড়ুনবরগুনায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে মেঝেতে, নার্সদের ডেস্কের পেছনে, ওয়ার্ডের বারান্দায়১৮ জুন ২০২৫ঝুঁকিপূর্ণভাবে রোগী পাঠানো হচ্ছেবরগুনা সদর হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের বরিশাল অথবা ঢাকার বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। কিন্তু আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সটিও অকেজো হওয়ায় সাধারণ অ্যাম্বুলেন্সে ঝুঁকিপূর্ণভাবে এসব রোগীকে পাঠানো হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারির সময় বরগুনা জেনারেল হাসপাতালে একটি আইসিইউসুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল; কিন্তু করোনার পর অ্যাম্বুলেন্সটি খুব একটা ব্যবহৃত হয়নি। হাসপাতালের গ্যারেজে থাকতে থাকতে এটি অকেজো হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার হাসপাতালের মর্গের পাশে গ্যারেজে গিয়ে দেখা যায়, সেটি তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, অ্যাম্বুলেন্সের চালক কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাঁর অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকার একটি হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
হাসপাতালে আইসিইউ স্থাপনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই স্বাস্থ্য অধিদপ্তরে এ–সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে।মোহাম্মদ আবুল ফাত্তাহ, বরগুনার সিভিল সার্জনআরও পড়ুন‘বরগুনায় ডেঙ্গুর বিস্তার বড় সংকটের ইঙ্গিত’১৭ জুন ২০২৫স্থানীয় বাসিন্দারা বলছেন, বরগুনায় ২৫০ শয্যার হাসপাতাল থাকলেও নেই কোনো আইসিইউ ইউনিট। সচল আইসিইউ অ্যাম্বুলেন্সও নেই। এতে সংকটাপন্ন রোগীদের বরিশাল পর্যন্ত পাঠাতে গিয়ে অনেক সময়ের অপচয় হয়। আর এ সময়ে কারও কারও মৃত্যুর ঘটনা ঘটছে।
বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসান ঝন্টু বলেন, এবারের ডেঙ্গু পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে উপকূলীয় এই জেলায় তা মহামারি আকার ধারণ করেছে। শহরের প্রতিটি পাড়ার বাড়িতে বাড়িতে ডেঙ্গু রোগী। এমন ভয়াবহ পরিস্থিতিতে আইসিইউ না থাকা শুধু দুঃখজনক নয়, এটা প্রশাসনিক ব্যর্থতাও। দ্রুত আইসিইউ স্থাপন ও আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স সচল না করলে ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়বে।
বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে আইসিইউ স্থাপনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই স্বাস্থ্য অধিদপ্তরে এ–সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে।’
আরও পড়ুনবরগুনায় বিশেষভাবে নজর দিন১৪ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বরগ ন য় ড ঙ গ জন র ম ত য পর স থ ত র অবস থ গ র তর বর শ ল সরক র ব ষয়ট
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের আপত্তি সত্ত্বেও রাশিয়ার তেল কিনতে কেন অনড় নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এক কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন নরেন্দ্র মোদি। একদিকে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের এ দ্বিমুখী নীতি হতাশার।
মস্কোর ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ নানাভাবে নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারতের মতো বিশাল অর্থনীতির একটি দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখায় তাদের সেসব নিষেধাজ্ঞা অনেকটা দুর্বল হয়ে যায় বলে মনে করে তারা। আর এসব নিয়েই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নয়াদিল্লির এমন নীতি নিয়ে আর ধৈর্য ধরতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর স্পষ্ট দাবি, ভারতকে নির্দিষ্ট একটি পক্ষ নিতে হবে।
নিজের এ দাবি জোরদার করতে রাশিয়া থেকে ভারতের সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার বিষয়টিকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। আর এখানে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তাঁর বহুল আলোচিত বাণিজ্যনীতি। ফলে এত দিন পরস্পর ‘বন্ধু’ দাবি করে এলেও ধীরে ধীরে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন ট্রাম্প ও মোদি।
শুধু বিপুল পরিমাণে রুশ তেল কিনেই থেমে থাকছে না ভারত। তারা সেই তেলের বড় একটি অংশ খোলাবাজারে বিক্রি করে বিশাল মুনাফা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাস্ত্র কত মানুষকে হত্যা করছে, এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেইডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টরাশিয়া থেকে তেল কেনার কারণে গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। ২১ দিন পর এ নতুন শুল্কহার কার্যকর হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে প্রথম দফায় আরোপ করা ২৫ শতাংশ শুল্ক।
বাড়তি শুল্ক আরোপ করার বিষয়ে আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তখন তাঁর অভিযোগ ছিল, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে হামলায় মস্কোকে সহায়তা করছে ভারত।
সামাজিক যোগাযাগামাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘শুধু বিপুল পরিমাণে রুশ তেল কিনেই থেমে থাকছে না ভারত। তারা সেই তেলের বড় একটি অংশ খোলাবাজারে বিক্রি করে বিশাল মুনাফা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাস্ত্র কত মানুষকে হত্যা করছে, এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
এদিকে অন্যান্য দেশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যেখানে উঠেপড়ে লেগেছে, সেখানে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে নয়াদিল্লি। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ রাশিয়ার কাছ থেকে এখনো সার, রাসায়নিকসহ অন্যান্য পণ্য কিনছে বলে দাবি করেছে ভারত।
বসফরাস প্রণালী হয়ে ইস্তাম্বুলে যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ। ৪ এপ্রিল ২০২৪