ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান পেলেও জাতীয় দলে এলেই ঝিমিয়ে পড়ে এনামুল হক বিজয়ের ব্যাট। সবশেষ কয়েকটি টুর্নামেন্টে নিয়মিত রান করে বাংলাদেশ দলে এলেও এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে এখনই বিজয়কে ছুঁড়ে ফেলার দেয়ার পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বিজয়কে আরেকটি সুযোগ দেয়ার পক্ষেই মত দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

জাতীয় লিগে খুলনার হয়ে সর্বশেষ মৌসুমে ১৩ ইনিংসে এক সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিতে ৭০০ রান করেছিলেন বিজয়। বিপিএলে রাজশাহীর হয়ে ১২ ইনিংসে করেন ৩৯২ রান, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। পরে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে ৮৭৪ রান করেন ৪টি সেঞ্চুরি ও সমান সংখ্যক ফিফটিতে।

এই পারফরম্যান্সের ফলেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ডাক পান বিজয়। নিজের খেলা প্রথম ম্যাচেই ৩৯ রান করেছিলেন তিনি। পরবর্তীতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও খেলেছেন বিজয়। তিনটি একদিনের ম্যাচে যথাক্রমে ৩৮, ৩৯ এবং ২ রান করেছিলেন ৩২ বছর বয়সি এই ব্যাটার। কিউইদের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ২৪ ও ১৬ রান করেছিলেন। পরের ম্যাচে বিজয়ের ব্যাট থেকে এসেছে ৪৮ ও ২৪ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও্ব খেলেন বিজয়। প্রথম ইনিংসে ১০ বলেও রানের খাতা খুলতে না পারা ডানহাতি ওপেনার দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৪ রানে। জাতীয় দল ও 'এ' দলের হয়ে সবশেষ ১০ ইনিংসে একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি ৩২ বছর বয়সী এ ব্যাটার। সর্বোচ্চ রান ৪৮। তবুও তাকে নিয়ে আশাবাদী বাশার। তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করা বিজয়কে বাদ না দিয়ে বরং আরও একটি সুযোগ দেয়া উচিত।

বাশার বলেন, ‘বিজয় পারফর্ম করেই দলে এসেছে। ঘরোয়া লিগে সে নিয়মিত রান করেছে, শুধু সাদা বলে নয় লাল বলেও। টেস্টে সে এখনো নিজেকে প্রমাণ করতে পারেনি, কিন্তু যেহেতু দলে নেয়া হয়েছে, তাকে আরেকটি সুযোগ দেয়াই উচিত।’

শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে বিজয়ের সঙ্গে আছেন আরেক ওপেনার সাদমান ইসলাম, যিনি গলে রান করে নিজের জায়গা শক্ত করেছেন। তবে দ্বিতীয় টেস্টে বিজয়কে বাদ দিয়ে ওপেনিংয়ে শান্তকে নামানো হতে পারে, এমন সম্ভাবনার বিপক্ষে অবস্থান নিয়েছেন বাশার। তিনি যোগ করেন, ‘শান্ত ভালো ব্যাটার, দলের প্রয়োজনে ওপেন করতেও পারে। কিন্তু আমি মনে করি ওপেনিং একটা বিশেষজ্ঞ পজিশন। এখানে একদম যারা ওপেনার তাদেরই ওপেন করা উচিত। আর যারা তিন নাম্বার, এমনকি তিন নাম্বারও কিন্তু ইজ নাম্বার থ্রি। তিন নাম্বার কিন্তু ওপেনার না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু ওপেনার আমরা দুইজন নিয়েছি, তাদের উপরেই আরেকটা ম্যাচ দেয়া উচিত বলে আমি মনে করি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর ছ ল ন ন ব জয় ব জয়ক

এছাড়াও পড়ুন:

ওমানে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ওমানে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে মারা জিয়াউদ্দিন মোল্লা (৩৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জিয়াউদ্দিন মোল্লা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। প্রায় তিন বছর আগে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি।

নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, গত ১৫ সেপ্টেম্বর কাজ করার সময় দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘‘জিয়া উদ্দিনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ