বড় কোনো সিরিজ বা টুর্নামেন্ট নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। আর সিরিজটি ইংল্যান্ড–ভারতের হলে তো কথাই নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।

ভনের সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের লড়াইয়ের ঘটনা তো বেশ আলোচিত। এবার ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু।

হেডিংলিতে ইংল্যান্ড–ভারত সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে ভন মন্তব্য করেছিলেন, ‘ওরা (ভারত) আবার হারতে এসেছে।’ এই কথাতেই খেপেছেন সিধু। ভনের সমালোচনা করতে সিধু টেনে এনেছেন ভনের অতীতের ভুল ভবিষ্যদ্বাণীকে।

বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল।নভজ্যোৎ সিং সিধু

সিধু ভনের কথার জবাব দিয়েছেন হেডিংলিতে প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো করার পর। প্রথম দিনে সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল আর শুবমান গিল। দিন শেষে ৬৫ রানে অপরাজিত থাকা ঋষভ পন্তও তিন অঙ্ক ছুঁয়েছেন দ্বিতীয় দিনে।

ইংলিশ বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদের এই সাফল্যে উচ্ছ্বসিত সিধু স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ভনকে উদ্দেশ করে বলেন, ‘বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল। দেখো, তোমার বোলিং আক্রমণ যেন হেঁটে চলা পথচারী। ভারতের তিন ব্যাটসম্যান এমন মেরেছে, যেন স্পিনারদের খেলছিল।’

আরও পড়ুনহাবিবুলের আশা, দু–এক ম্যাচ খারাপ করলেই নাজমুলকে নিয়ে আর ট্রল হবে না১ ঘণ্টা আগে

এখানেই শেষ নয়, ভনকে বিদ্রুপ করে সিধু আরও বলেন, ‘আওয়াজ দিলে কিছু হবে না। একটা মুরগি ডিম পাড়ার সময় এমন ডাক দেয়, যেন গ্রহ সৃষ্টি করছে! কাজ করো, শব্দ কোরো না।’

ভারতের হয়ে ১৯৯৯ সালে সর্বশেষ খেলা সিধু অনুষ্ঠানে ভনের অতীতের ভুল ভবিষ্যদ্বাণীর কথাও মনে করিয়ে দিয়েছেন। বিশেষ করে গত সপ্তাহে শেষ হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া জিতবে বলে মন্তব্য করেছিলেন ভন। তবে প্যাট কামিন্সদের ৫ উইকেটে হারিয়ে ফাইনাল জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েছিল ইংলিশ বোলাররা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন

এছাড়াও পড়ুন:

গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে

ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকা‌লে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান। 

পুলিশ জানায়, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থে‌কে গ্রেপ্তার করা হয়। এই রাষ্ট্রবি‌রোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূ‌মিকা ছি‌লো তা খতিয়ে দেখা হ‌চ্ছে ব‌লেও জানান তি‌নি। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তা‌দের জিজ্ঞাসাবো‌দে নতুন নতুন তথ্য সাম‌নে আস‌ছে ব‌লেও জানান এ পু‌লিশ কর্মকর্তা। 
ঢাকার বসুন্ধরায় একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে বুধবার সন্ধ্যায় সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।

গত ১০ জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিলে প্রায় ৩০০-৪০০ জন অংশ নেন।

গত ১ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত নিবন্ধ