বড় কোনো সিরিজ বা টুর্নামেন্ট নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। আর সিরিজটি ইংল্যান্ড–ভারতের হলে তো কথাই নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।

ভনের সঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের লড়াইয়ের ঘটনা তো বেশ আলোচিত। এবার ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু।

হেডিংলিতে ইংল্যান্ড–ভারত সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে ভন মন্তব্য করেছিলেন, ‘ওরা (ভারত) আবার হারতে এসেছে।’ এই কথাতেই খেপেছেন সিধু। ভনের সমালোচনা করতে সিধু টেনে এনেছেন ভনের অতীতের ভুল ভবিষ্যদ্বাণীকে।

বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল।নভজ্যোৎ সিং সিধু

সিধু ভনের কথার জবাব দিয়েছেন হেডিংলিতে প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো করার পর। প্রথম দিনে সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল আর শুবমান গিল। দিন শেষে ৬৫ রানে অপরাজিত থাকা ঋষভ পন্তও তিন অঙ্ক ছুঁয়েছেন দ্বিতীয় দিনে।

ইংলিশ বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটসম্যানদের এই সাফল্যে উচ্ছ্বসিত সিধু স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ভনকে উদ্দেশ করে বলেন, ‘বোকারা এমনিতেই বাড়তে থাকে। মাইকেল ভন, তোমার ভবিষ্যদ্বাণী সব সময়ই ভুল। দেখো, তোমার বোলিং আক্রমণ যেন হেঁটে চলা পথচারী। ভারতের তিন ব্যাটসম্যান এমন মেরেছে, যেন স্পিনারদের খেলছিল।’

আরও পড়ুনহাবিবুলের আশা, দু–এক ম্যাচ খারাপ করলেই নাজমুলকে নিয়ে আর ট্রল হবে না১ ঘণ্টা আগে

এখানেই শেষ নয়, ভনকে বিদ্রুপ করে সিধু আরও বলেন, ‘আওয়াজ দিলে কিছু হবে না। একটা মুরগি ডিম পাড়ার সময় এমন ডাক দেয়, যেন গ্রহ সৃষ্টি করছে! কাজ করো, শব্দ কোরো না।’

ভারতের হয়ে ১৯৯৯ সালে সর্বশেষ খেলা সিধু অনুষ্ঠানে ভনের অতীতের ভুল ভবিষ্যদ্বাণীর কথাও মনে করিয়ে দিয়েছেন। বিশেষ করে গত সপ্তাহে শেষ হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া জিতবে বলে মন্তব্য করেছিলেন ভন। তবে প্যাট কামিন্সদের ৫ উইকেটে হারিয়ে ফাইনাল জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েছিল ইংলিশ বোলাররা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন

এছাড়াও পড়ুন:

পায়ের এই চার লক্ষণ হতে পারে প্যানক্রিয়াটিক ক্যানসারের লক্ষণ

প্যানক্রিয়াটিক ক্যানসার খুব কম সময়ই প্রাথমিক স্তরে ধরা পড়ে। ছড়িয়েও পড়ে বেশ দ্রুত। এ রোগে আক্রান্ত হয়ে বছরে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ মারা যায়। কিন্তু এটা নিয়ে তেমন কোনো হেলদোল নেই অনেকের। এসব কারণে এই ক্যানসারকে প্রায়ই নীরব ঘাতক বলা হয়।

অথচ পায়ের প্রতি সামান্য যত্নশীল হলে অনেক ক্ষেত্রেই প্যানক্রিয়াটিক ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে পায়ের চারটি লক্ষণ কখনো এড়িয়ে যেতে নেই। এসব হলো—নির্দিষ্ট কোনো কারণ ছাড়া হঠাৎ পা ব্যথা, ফোলা, লালচে ভাব ও হালকা গরম অনুভব করা।

বিশেষজ্ঞরা বলছেন, এই চার লক্ষণ হতে পারে প্যানক্রিয়াটিক ক্যানসারের কারণ। প্রাথমিক স্তরে এসব শনাক্ত করতে পারলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়। অনেক সময়ই তা বাঁচিয়ে দিতে পারে রোগীর প্রাণ।

আরও পড়ুনডায়াবেটিক রোগীর পায়ের যত্নে যা করতে হবে২২ সেপ্টেম্বর ২০২৫১. পা ব্যথা

কোনো কারণ ছাড়া হঠাৎ পায়ে ব্যথা বা দীর্ঘদিন ধরে পায়ে ব্যথা প্যানক্রিয়াটিক ক্যানসারের কারণ হতে পারে। শরীরের বা পায়ের কোথাও ধমনির ভেতর রক্ত জমাট বাঁধার কারণে এ রকম পা ব্যথা হতে পারে। একে বলা হয় ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি।

আমেরিকান ক্যানসার সোসাইটির মতে, প্যানক্রিয়াটিক ক্যানসারের ক্ষেত্রে শরীরে রক্ত জমাট বাঁধায় কোনো গরমিল হলে ডিটিভি হতে পারে। আর এটা হতে পারে শরীরে ক্যানসার কোষের উপস্থিতির কারণে। এ কারণে পায়ে দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়া ব্যথা অনুভূত হলে তা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই।

২. পা ফোলা

এক অথবা দুই পায়েই হঠাৎ ফোলাভাব দেখা দিলে তা রক্ত জমাট বাঁধার কারণে হয়ে থাকতে পারে। প্যানক্রিয়াটিক ক্যানসারের ক্ষেত্রে এটি ডিটিভির সঙ্গে সম্পর্কিত হওয়ার সুযোগ বেশি। অথবা এটি শরীরে ক্যানসার সৃষ্টিকারী টিউমারের কারণে হয়ে থাকতে পারে, যা রক্ত চলাচলে বাধা তৈরি করে। এ কারণে দীর্ঘদিন পায়ে ফোলাভাব থাকলে তা এড়িয়ে না গিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৩. পায়ে লালচে ভাব

পায়ে লালচে ভাব বা লাল আভা প্রদাহ বা সংক্রমণের ইঙ্গিত দেয়। আগেই বলা হয়েছে, প্যানক্রিয়াটিক ক্যানসারের ক্ষেত্রে ডিটিভির কারণে পায়ে রক্ত জমাট বাঁধে। এই রক্ত জমাট প্রতিরোধ করতে শরীর এর বিরুদ্ধে লড়াই করে। তখন পায়ে লালচে ভাব দেখা দেয়।

আরও পড়ুনহঠাৎ পা কেন ফুলেছে?০৩ অক্টোবর ২০২৫৪. পায়ে হালকা গরম লাগা

পায়ের ফোলা জায়গা অথবা লালচে অংশে অনেক সময় হালকা গরম লাগতে পারে। এটি প্রদাহের লক্ষণ। এটিও হতে পারে ডিটিভি অথবা টিউমারের কারণে।

প্যানক্রিয়াটিক ক্যানসারের ক্ষেত্রে ডিটিভির কারণে পায়ে রক্ত জমাট বাঁধা প্রতিরোধে শরীর লড়াই করে। তখন ফোলা বা লালচে অংশ হালকা উত্তপ্ত হয়ে উঠতে পারে।

টিউমারের কারণেও পায়ে রক্ত চলাচল বাধার সম্মুখীন হয়। এর বিরুদ্ধে শরীর লড়াই করলেও ফোলা জায়গা হালকা গরম হয়ে উঠতে পারে। এসব কারণে পা হালকা উত্তপ্ত হয়ে উঠলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আরও কিছু বিষয়

পায়ের এসব লক্ষণ ছাড়াও পেট বা পিঠে ব্যথা, জন্ডিস, হঠাৎ ক্ষুধা ও ওজন কমে যাওয়া এবং বমি বা বমিভাবও প্যানক্রিয়াটিক ক্যানসারের লক্ষণ হতে পারে।
এসব লক্ষণের পাশাপাশি পায়ের এই চার বিষয়ের প্রতি যত্নশীল হলে ঠেকানো যেতে পারে অগ্ন্যাশয় ক্যানসারের মতো নীরব ঘাতক। তাই প্রতিদিন সুস্থ থাকতে, পায়ের যত্ন নিয়মিত নিন।

সূত্র: ওয়েব এমডি

আরও পড়ুনজানেন কি ডিমেনশিয়া শুরু হয় পা থেকে, মাথা থেকে নয়২৩ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সব সময়ই যানজট থাকে, মেনে নেওয়া ছাড়া উপায় কী’
  • পায়ের এই চার লক্ষণ হতে পারে প্যানক্রিয়াটিক ক্যানসারের লক্ষণ