পৃথিবীর আলোতে আসার এক দিনের মাথায়ই মারা গেছে সেই নবজাতক। বরগুনার আমতলীতে শনিবার দুপুরের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। ওই দুর্ঘটনায় তার মা মোসাদ্দিকা বেগম, নানা আব্দুল আজিজ খান ও দাদি খালেদা বেগম মারা যান। শনিবার রাত ৯টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করে এ নবজাতক।
আব্দুল আজিজ খান আমতলীর মধ্য সোনাখালী গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে তাঁর মেয়ে মোসাদ্দিকা তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় নবজাতককে পটুয়াখালী নেওয়ার পরামর্শ দেন স্থানীয় চিকিৎসকরা। শনিবার দুপুর ২টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি কেওয়াবুনিয়া হাই স্কুলের উত্তর পাশে দুর্ঘটনার শিকার হয়। পেছন থেকে ঢাকাগামী ইকরা লাক্সারি লিমিটেডের বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯৫৩) ধাক্কায় সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আজিজ খান ও খালেদা বেগম প্রাণ হারান। হাসপাতালে মারা যান মোসাদ্দিকা।
গুরুতর আহত হন মোসাদ্দিকার স্বামী মো.
ঝরল আরও সাতজনের প্রাণ
রোববার গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকুবাজারে প্রাণ যায় সরোয়ার খাঁ (৯০) নামের এক ব্যক্তির। শনিবার রাত ১২টার পর একই মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে দুটি দুর্ঘটনায় নিহত হন বিপুল কুমার পাল (৫২) ও শাওন শেখ (১৮)।
এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে কনটেইনারবাহী লরির পেছনে ধাক্কা খেয়ে প্রাণ গেছে ড্রাম ট্রাকের চালক ও সহকারীর। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক ফারুক হোসেন (৪০) ও সহকারী ররিউল ইসলাম (৩৫)।
ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি বাসে চারটি গাড়ি ধাক্কা খেলে প্রাণ যায় দু’জনের। তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হওয়ার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেগুলো উদ্ধার করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক দল।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন য় সড়ক র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে
বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি
ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি
ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ