এবারের ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এনামুল হক। ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে করেছিলেন ৮৭৪ রান। এপ্রিলে ওই টুর্নামেন্টের মাঝপথেই এনামুলকে ডাকা হয় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে। তবে প্রায় তিন বছর পর দলে ফেরার তিন মাস না যেতেই এখন তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সেটা এতটাই যে এনামুল প্রিমিয়ার লিগে যে সংস্করণে খেলেছেন, সেই ৫০ ওভার ক্রিকেটে বাংলাদেশের পরবর্তী সিরিজে তাঁকেই দলেই রাখা হয়নি। শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দল জুলাইয়ে স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে। আজ সেই সিরিজের জন্য ১৬ সদস্যের যে দলটি ঘোষণা করা হয়েছে, সেখানে এনামুলের নাম নেই। এমনকি ওয়ানডে দলে তাঁর না থাকা নিয়ে তেমন আলোচনাও নেই।

এনামুলের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার পেছনে শুধু ঢাকা প্রিমিয়ার লিগই নয়, সম্ভবত নির্বাচকদের বিবেচনায় ছিল সর্বশেষ প্রথম শ্রেণির টুর্নামেন্টের সাফল্যও। গত নভেম্বরে শেষ হওয়া জাতীয় লিগে ৭ ম্যাচে ৭০০ রান করেছিলেন এই ডানহাতি। কিন্তু ঘরোয়া প্রথম শ্রেণি ও ‘লিস্ট এ’ ক্রিকেটের এই সাফল্য এনামুল জাতীয় দলে ধরে রাখতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৩৯ রান করেছিলেন। তবে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই আউট হয়েছেন এক অঙ্কে। একবার শূন্য, আরেকবার ৪ রানে। ব্যাটিং–বান্ধব উইকেটে যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন, বেশ অস্বস্তিতেই কেটেছে তাঁর সময়। আউটও হয়েছেন দৃষ্টিকটুভাবে।

প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরে রান পাচ্ছেন না এনামুল হক। ছবিটি এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তোলা।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এন ম ল

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ