এনামুল কেন নেই, নাঈম কেন আছেন—কী ব্যাখ্যা নির্বাচকদের
Published: 23rd, June 2025 GMT
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এনামুল হক। ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে করেছিলেন ৮৭৪ রান। এপ্রিলে ওই টুর্নামেন্টের মাঝপথেই এনামুলকে ডাকা হয় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে। তবে প্রায় তিন বছর পর দলে ফেরার তিন মাস না যেতেই এখন তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সেটা এতটাই যে এনামুল প্রিমিয়ার লিগে যে সংস্করণে খেলেছেন, সেই ৫০ ওভার ক্রিকেটে বাংলাদেশের পরবর্তী সিরিজে তাঁকেই দলেই রাখা হয়নি। শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দল জুলাইয়ে স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে। আজ সেই সিরিজের জন্য ১৬ সদস্যের যে দলটি ঘোষণা করা হয়েছে, সেখানে এনামুলের নাম নেই। এমনকি ওয়ানডে দলে তাঁর না থাকা নিয়ে তেমন আলোচনাও নেই।
এনামুলের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার পেছনে শুধু ঢাকা প্রিমিয়ার লিগই নয়, সম্ভবত নির্বাচকদের বিবেচনায় ছিল সর্বশেষ প্রথম শ্রেণির টুর্নামেন্টের সাফল্যও। গত নভেম্বরে শেষ হওয়া জাতীয় লিগে ৭ ম্যাচে ৭০০ রান করেছিলেন এই ডানহাতি। কিন্তু ঘরোয়া প্রথম শ্রেণি ও ‘লিস্ট এ’ ক্রিকেটের এই সাফল্য এনামুল জাতীয় দলে ধরে রাখতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৩৯ রান করেছিলেন। তবে গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই আউট হয়েছেন এক অঙ্কে। একবার শূন্য, আরেকবার ৪ রানে। ব্যাটিং–বান্ধব উইকেটে যতক্ষণ ব্যাটিংয়ে ছিলেন, বেশ অস্বস্তিতেই কেটেছে তাঁর সময়। আউটও হয়েছেন দৃষ্টিকটুভাবে।
প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরে রান পাচ্ছেন না এনামুল হক। ছবিটি এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তোলা।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এন ম ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে
বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি
ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি
ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ