হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। টস হেরে ব্যাট করা ভারত প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৪৭১ রান করে। এর মধ্যে পান্ত ১৭৮ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন। ১২টি চারের সঙ্গে ছয়টি ছক্কা মারেন তিনি।

দ্বিতীয় ইনিংসে পান্ত ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। তার ব্যাট থেকে ১৫টি চারের সঙ্গে তিনটি ছক্কা এসেছে। এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে বেশ কিছু রেকর্ড গড়েছেন পান্ত।

এর মধ্যে উইকেটরক্ষক হিসেবে ২৪ বছর পর এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ২০০১ সালে জিম্বাবুয়ের ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে দাপুটে দুই সেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে প্রথম ইনিংসে তিনি ১৪২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে হার না মানা ১৯৯ রান এসেছিল তার ব্যাট থেকে। এবার ভারতের উইকেটরক্ষক পান্ত দুই ইনিংসে সেঞ্চুরি দেখালেন।

অ্যাওয়ে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা ভারতের পঞ্চম ব্যাটার ঋষভ পান্ত। বিজয় হাজারে ১৯৪৮ সালে অ্যাডিলেডে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। সুনীল গাভাস্কার ১৯৭১ সালে পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে ১২৪ ও দ্বিতীয় ইনিংসে ২২০ রান করেছিলেন। করাচিতে ১৯৭৮ সালে তিনি যথাক্রমে ১১১ ও ১৩৭ রান করেছিলেন।

দীর্ঘ বিরতি দিয়ে ১৯৯৯ সালে নিউজিল্যান্ডে রাহুল দ্রাবিড় প্রথম ইনিংসে ১৯০ ও দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেছিলেন। এরপর ২০১৪ সালে বিরাট কোহলি অ্যাডিলেডে দুই ইনিংসে যথাক্রমে ১১৫ ও ১৪১ রান করেছিলেন। ১১ বছর পর এবার পান্ত ঘরের বাইরের সিরিজে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটার তিনি।

ইংল্যান্ড সফরে গিয়ে সেঞ্চুরির হিসেবে পান্ত ছুঁয়েছেন দিলিপ বলবন্ত বেঙ্গসরকার ও শচীন টেন্ডুলকারকে। তারা দু’জন ইংল্যান্ডের মাটিতে ৪টি করে সেঞ্চুরি করেছেন। পান্তও ইংল্যান্ড সফরে চারটি টেস্ট সেঞ্চুরি করলেন। তাদের ওপরে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি ছয়টি সেঞ্চুরি পেয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্টে ৯ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন ঋষভ পান্ত। এর আগে ২০২৩ সালে নয়টি ছক্কা মেরেছিলেন ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এন্ড্রু ফ্লিনটপ সমান সংখ্যক ছক্কা মেরেছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঋষভ প ন ত র ন কর ছ ল ন দ ব ত য় ইন প রথম ইন দ ই ইন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ