দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্যবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল রহিমা ফুড। এদিন কোম্পানিটি এই তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে। সোমবার ডিএসইতে রহিমা ফুডের প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৭ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৩ টাকায়। গত ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ১৫ টাকা বেড়েছে। এতে গত তিন মাসের মধ্যে এটির শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই মূল্যবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল রহিমা ফুড।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হঠাৎ কোম্পানিটির শেয়ারের এমন মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ নেই; বরং কোম্পানিটি সর্বশেষ গত জানুয়ারি–মার্চ প্রান্তিকের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে আগের বছরের একই সময়ের চেয়ে এটির মুনাফা কমে গেছে। গত বছরের প্রথম তিন মাসে রহিমা ফুড প্রতিটি শেয়ারে ২৪ পয়সা মুনাফা করেছিল। চলতি বছরের একই সময়ে তা কমে ১০ পয়সায় দাঁড়িয়েছে।

ঢাকার বাজারে আজ মূল্যবৃদ্ধির দ্বিতীয় অবস্থানে ছিল দেশের পোশাক খাতের শুরুর দিকের প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস। স্বল্প মূলধনি এই কোম্পানির শেয়ারের দাম গতকাল প্রায় ১০ শতাংশ বা ৯ টাকা ২০ পয়সা বেড়েছে। তাতে দিন শেষে এটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ১০২ টাকা। দেশ গার্মেন্টস মাত্র ৮ কোটি টাকার মূলধনি একটি কোম্পানি। এটির শেয়ারের সংখ্যা ৮২ লাখ ৮৮ হাজারের কিছু বেশি। এর মধ্যে অর্ধেকের বেশি শেয়ার রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে। ফলে বাজারে এটির লেনদেনযোগ্য শেয়ারের সংখ্যা কম। এ কারণে কোম্পানিটির অল্প শেয়ার লেনদেনেও সর্বোচ্চ মূল্যবৃদ্ধির সুযোগ রয়েছে। মাঝারি মানের কোম্পানি হিসেবে শেয়ারবাজারে ‘বি’ শ্রেণিভুক্ত দেশ গার্মেন্টস ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারধারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মূল্যবৃদ্ধির তৃতীয় অবস্থানে ছিল ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। সোমবার কোম্পানিটির শেয়ারের দামও প্রায় ১০ শতাংশ বা ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকায়। কোম্পানিটি ২০২৪ সালে শূন্য দশমিক ১ শতাংশ, ২০২২ সালে ১ শতাংশ ও ২০২১ সালে শেয়ারধারীদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ‘বি’ শ্রেণিভুক্ত।

ঢাকার বাজারে আজ মূল্যবৃদ্ধির চতুর্থ অবস্থানে ছিল বিমা কোম্পানি সেন্ট্রাল ইনস্যুরেন্স। এদিন এটির শেয়ারদর প্রায় সাড়ে ৯ শতাংশ বা ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালে শেয়ারধারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মূল্যবৃদ্ধির পঞ্চম অবস্থানে ছিল বিমা খাতের আরেক কোম্পানি ফিনিক্স ইনস্যুরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম সোমবার সোয়া ৮ শতাংশ বা ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৮০ পয়সায়। ‘এ’ শ্রেণিভুক্ত এই কোম্পানি সর্বশেষ লভ্যাংশ দিয়েছে ২০২৩ সালে, সেটি ছিল ১২ শতাংশ নগদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন স মব র শ নগদ

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ফরম পূরণের সময় বাড়ল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়ার সময় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফরম পূরণের বর্ধিত সময়—

১. আবেদন ফরম পূরণের বর্ধিত তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫।

২. ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ১১:৫৯ মিনিট পর্যন্ত।

৩. সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত।

যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে—

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীরা ‘F’ গ্রেড পাওয়া কোর্সে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য—

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করা অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়ে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনার্স কোর্সের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুনআয়ারল্যান্ড সরকারের বৃত্তি: মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য সুযোগ৮ ঘণ্টা আগেঅনিয়মিত পরীক্ষার্থীদের জন্য—

২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Not Promoted হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই সব শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। Not Promoted শিক্ষার্থীকে আগের বছরের পাস করা কোর্সের পরীক্ষা দিতে হবে না। তবে যারা ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে ‘C’ বা ‘D’ গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২৪ সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সর্বোচ্চ দুটি কোর্সে এবং ‘F’ গ্রেড প্রাপ্ত সব কোর্সে পরীক্ষা দিতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লার সেই বিএনপিকর্মী ইব্রাহিম মারা গেছেন
  • অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন ডি কক, তিন সংস্করণে তিন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার
  • এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল পর্তুগাল
  • মোদির সফরের এক সপ্তাহ পর মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় দুজন নিহত
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ফরম পূরণের সময় বাড়ল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত