সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জবির ৩ শিক্ষার
Published: 2nd, July 2025 GMT
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকায় স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী।
বুধবার (২ জুলাই) ২০২৪-২৫ অর্থবছরের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়।
এ বছর ঘোষিত ২০টি স্বল্পদৈর্ঘ্য ও ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জবির শিক্ষার্থীদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘একটি সিনেমার জন্য’ এবং ‘Who has made us fly?’। প্রতিটি চলচ্চিত্র ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার সরকারি অনুদান পাচ্ছে।
আরো পড়ুন:
সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা
নরসিংদীতে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার
‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন।
অন্যদিকে, ‘Who has made us fly?’ চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য রচনার দায়িত্বে রয়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।
এই অর্জন নিয়ে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা অত্যন্ত কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবো।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে বিশেষ বরাদ্দ আরও বাড়ানো উচিত, যাতে ভবিষ্যতে আরও গুণগত মানসম্পন্ন কাজ উপহার দেওয়া সম্ভব হয়।”
এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র চলচ চ ত র চলচ চ ত র ন র ম ণ অন দ ন র জন য সরক র
এছাড়াও পড়ুন:
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জবির ৩ শিক্ষার
চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানপ্রাপ্তদের তালিকায় স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী।
বুধবার (২ জুলাই) ২০২৪-২৫ অর্থবছরের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম প্রকাশিত হয়।
এ বছর ঘোষিত ২০টি স্বল্পদৈর্ঘ্য ও ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জবির শিক্ষার্থীদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘একটি সিনেমার জন্য’ এবং ‘Who has made us fly?’। প্রতিটি চলচ্চিত্র ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার সরকারি অনুদান পাচ্ছে।
আরো পড়ুন:
সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা
নরসিংদীতে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার
‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন।
অন্যদিকে, ‘Who has made us fly?’ চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য রচনার দায়িত্বে রয়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।
এই অর্জন নিয়ে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা অত্যন্ত কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবো।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে বিশেষ বরাদ্দ আরও বাড়ানো উচিত, যাতে ভবিষ্যতে আরও গুণগত মানসম্পন্ন কাজ উপহার দেওয়া সম্ভব হয়।”
এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/লিমন/মেহেদী