কান্নাভেজা ম্যাচে আল হিলালকে বিদায় করে সেমিফাইনালে ব্রাজিলিয়ান চমক ফ্লুমিনেন্স
Published: 5th, July 2025 GMT
ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসেছিল আল-হিলাল। কিন্তু জয়ের সেই ধারা শেষ চারে যাওয়ার লড়াইয়ে আর ধরে রাখতে পারল না সৌদি আরবের ক্লাবটি। শুক্রবার রাতে ব্রাজিলিয়ান চমক ফ্লুমিনেন্সের কাছে হেরে শেষ আটেই থেমে গেছে আল হিলালের দৌড়। আর এই ম্যাচে ২-১ গোলের জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্লুমিনেন্স।
ফ্লোরিডায় ম্যাচ শুরুর আগে স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর কান্না ছুঁয়ে যায় বাকিদেরও। কান্না ও আবেগ আড়াল করেই শুরু হয় সেমিফাইনালের লড়াই।
মাঠের লড়াইয়ে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলালের দাপটই ছিল বেশি। ৫৮ শতাংশ বলের দখল রেখে ১৫ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ৪২ শতাংশ বলের দখল রাখা ফ্লুমিনেন্স ১০ শট নিয়ে লক্ষ্যে রাখে ৩টি। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করার আসল কাজটিই ঠিকঠাক করতে পারেনি আল হিলাল।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে ব্রাজিল যেখানে ১০০–তে ১০০ ২৩ জুন ২০২৫ম্যাচে দুই দলই অবশ্য শুরুতে সতর্কতার সঙ্গে শুরু করে। উভয় দলই চেষ্টা করছিল ফাঁকা জায়গা বের আক্রমণে যাওয়ার, যেখানে ফ্লুমিনেন্সের চেয়ে আল হিলাল এগিয়ে থাকলেও গোল পায়নি তারা। ৪০ মিনিটে আল হিলালকে হতাশ করে প্রথম গোলটি আদায় করে নেয় ফ্লুমিনেন্সই। দারুণ এক আক্রমণে বক্সের ভেতর পেয়ে লক্ষ্যভেদ করেন মাথেউস মার্তিনেল্লি। এই গোল নিয়েই বিরতিতে যায় দুই দল।
শ্রদ্ধা জানানো হয় দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভাকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি
চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।