পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

এরই আগে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে আসে। তারপর আলোচনা-সমালোচনা কম হয়নি। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির অফিশিয়াল লুক। ৩ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে ভিএফএক্সর কাজ বিশেষভাবে নজর কেড়েছে। তারপর চর্চায় পরিণত হয়েছে ‘রামায়ণ’। বিগ বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুর ও সাই পল্লবী কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়েও ফিসফাস কম হচ্ছে না।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এ সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটি দুই পার্টে মুক্তি পাবে। প্রতি পার্টের জন্য ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৭ কোটি ৮৪ লাখ টাকা)। দুই পার্টের জন্য রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকা)। 

আরো পড়ুন:

কত টাকা আয় করল নাগা-সাই পল্লবীর সিনেমা?

মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস

অন্যদিকে, সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন। ঐশ্বরিক এই চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উল্লেখযোগ্য হারে পারিশ্রমিক বাড়িয়েছেন। সাধারণত, সাই পল্লবী আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে সিনেমাটির প্রতি পার্টের জন্য ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন। দুই পার্টে সাই পল্লবীর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ২৫ লাখ টাকা)। 

‘রামায়ণ’ সিনেমায় লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, হনুমান চরিত্র রূপায়ন করেছেন সানি দেওল, রাবণ চরিত্রে দেখা যাবে যশকে। যদিও এসব অভিনেতাদের পারিশ্রমিকের তথ্য পাওয়া যায়নি। ‘কেজিএফ’ তারকা যশ সিনেমাটির সহপ্রযোজক হিসেবে কাজ করছেন।    

সিনেমাটির বাজেট নিয়ে শুরু থেকেই জোরালো চর্চা চলছে। এর আগে বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, “রামায়ণ কেবল একটি সিনেমা নয়, এটি আবেগ। সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্টের জন্য ১০০ মিলিয়ন ডলার (৮৩৫ কোটি রুপি) বাজেট ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৬৮ কোটি টাকা (রুপি থেকে টাকার হিসাবে)। এ সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আরো বৃদ্ধির পরিকল্পনা করেছেন প্রযোজক নমিত মালহোত্রা।”

‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্ট। ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রণব র ক প র প র ট র জন য রণব র ক প র চর ত র করছ ন

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ