দ্বয় ও অদ্বয়
দুই পাশে দুই পাড়ই কেবল, একই স্রোতস্বতী।
ধ্রুবক যেমন বিধান করে চলকের সুগতি।
অদ্বয়, সে দ্বয়ের অপর
রূপ–ঝলমল ভাবের শহর
অদ্বয় হয় চিরদিনই দ্বয়ের পরিণতি
দুই পাশে দুই পাড়ই কেবল, একই স্রোতস্বতী।
সহজনম, সহযাপন
যাপন শেষে সহমরণ
একসঙ্গেই দীর্ঘ ভ্রমণ, নেই কোনো ছেদ–যতি।
দুই পাশে দুই পাড়ই কেবল, একই স্রোতস্বতী।
জ্যান্ত দেহে শান্ত দাফন
দেহপ্রান্তে নতুন কাঁপন.
চলক যে চায় ধ্রুবক হতে—এমনই দুর্মতি!
দুই পাশে দুই পাড় রয়েছে, একই স্রোতস্বতী।
হারানো ও পাওয়া, হর্ষবিষাদহারিয়ে ফেলব অভয়নগরে
খুঁজে পাব দূর মনোহরপুরে।
এভাবেই এই জীবন কাটাব
আবার হারাব, ফের খুঁজে পাব
হারানো-পাওয়ার ইতিহাস লেখা আকাশের দূর শীর্ষে
কোথাও তো কিছু হারায় না এই মায়াঘন মহাবিশ্বে।
কী কী হারিয়েছি কবে যে কোথায়
তুমিও জানো না, আমিও তো তা-ই
হারানো ও পাওয়া, হর্ষবিষাদ
কে যে শিকার, কেই–বা নিষাদ!
এ কোন ভাবের ভুবনে ফেললে তোমার এ ভাবশিষ্যে!
কোথাও তো কিছু হারায় না এই মায়াঘন মহাবিশ্বে।
তুমি-আমি আজ কীভাবে কোথায়
মগ্ন রয়েছি কোন ভূমিকায়
বিশ্বছকের কোন এলাকায়, কোন হারানোর দৃশ্যে!
কোথাও তো কিছু হারায় না এই মায়াঘন মহাবিশ্বে।
সর্বনামতুমি যদি হও বিশেষ্য, আমি তোমার সর্বনাম
আমার জ্ঞানের, নিবিড় ধ্যানের, তুমিই তো পরিণাম।
পর বটে, তবে, পর নয় ফের—সে-ই তো অপর
সেই অপরের সঙ্গে সমান্তরাল সফর
জনম জনম, জন্মান্তর—একটানা, অবিরাম।
তুমি যদি হও বিশেষ্য, আমি তোমার সর্বনাম।
যখনই লুকাও নামটি তোমার, তখন কী হয়—
তোমার লুকানো নামভূমিকায় করি অভিনয়
পাই যদি খোঁজ লুপ্ত নামের, নামগান গাইতাম
তুমি যদি হও বিশেষ্য, আমি তোমার সর্বনাম।
বিশেষেও তুমি, নির্বিশেষেও সেই একই তুমি
সকল কৃতির, সকল প্রীতির হে উৎসভূমি
সমস্ত পথ ঘুরেফিরে শেষে তোমার ঠিকানাধাম
তুমি যদি হও বিশেষ্য, আমি তোমার সর্বনাম।
যুগলবন্দীঅন্তরঙ্গে কৃষ্ণ-কানাই, বহিরঙ্গে রাধা
স্বচ্ছন্দে চলি বটে, পরচ্ছন্দে বাঁধা।
কেন্দ্র ঘিরে চক্রাকারে
ঘুরতে থাকি চমৎকারে
ছেড়ে গিয়েও যাই না ছেড়ো–কেমনতরো ধাঁধা!
অন্তরঙ্গে কৃষ্ণ-কানাই, বহিরঙ্গে রাধা।
রাই ও কানাই, আশেক-মাশুক—
ভিন্ন, তবু অভিন্ন মুখ
সমস্ত রং মিলেমিশে হয় যে সহজ সাদা
অন্তরঙ্গে কৃষ্ণ-কানাই, বহিরঙ্গে রাধা।
এক অঙ্গেই জীব ও পরম
একসঙ্গেই জিয়ন-মরণ
একক থাকে চিরকালই যুগলরূপে বাঁধা
অন্তরঙ্গে কৃষ্ণ-কানাই, বহিরঙ্গে রাধা।
ভাণ্ডদেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, ঘোর নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পরঘেঁষা।
আগুনকে বশ করছে পবন
পবনকে বশ করে কোনজন?
তরলে বায়ুর শাসন, মণিতে আয়ুর আসন, অন্বেষা...
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পরঘেঁষা।
মাটি ও লবণ দুজনেই বশ জলের কাছে
মোম থাকে ভীরু, গলনপ্রবণ, আগুনের আঁচে
মোমে ও মাটিতে, লবণে-পবনে, আগুনে-পানিতে সব মেশা...
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পর-ঘেঁষা।
একে তো ভীষণ মাটির তাপ
তার ওপর ফের পবনপ্রতাপ
কোন দিন এই চিলেকোঠা ফেলে কোথা যে পালাই, হারাদিশা...
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব পরঘেঁষা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল
ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।
বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।
প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা
বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সাড়ে চারটায় জামায়াতআজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলনজোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।
জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিসআসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।
একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।