লক্ষ্মীপুরে ফলাফলে এগিয়ে রায়পুর, পিছিয়ে রামগতি
Published: 10th, July 2025 GMT
এবারের এসএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় সবচেয়ে ভালো ফলাফল হয়েছে রায়পুর উপজেলার। জেলার পাসের হার ৬৬ দশমিক ১৫ হলেও রায়পুরে পাসের হার ৭৮ দশমিক ৩৩। তবে পাসের হার সবচেয়ে কম রামগতি উপজেলায়। এই উপজেলায় ৫২ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে জেলার পাঁচটি উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৪৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন শিক্ষার্থী।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে তথ্য অনুযায়ী, সব চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল লক্ষ্মীপুর সদর উপজেলায়, ৬ হাজার ৮৫৫ জন। এখানে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪৩১ জন। পাসের হার ৬৩ দশমিক ১৮। রামগঞ্জ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৯৭২ জন। পাস করেছে ২ হাজার ১২২ জন। রায়পুরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৪৯৭ জন। পাস করেছে ১ হাজার ৯৫৬ জন। রামগতিতে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৩ জন। পাস করেছে ১ হাজার ১৯১ জন এবং কমলনগর উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। পাস করেছে ৭৫৫ জন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ফলাফল বিপর্যয় বেশি ঘটেছে। তা ছাড়া এবার রামগতি উপজেলায় পাসের হার কম।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ র স খ য প স কর ছ উপজ ল য় ফল ফল র মগত দশম ক
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে