রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা গণ–অভ্যুত্থানের পরে সাত-আট মাস দেখেছি, দেশের রাজনৈতিক দলগুলো কীভাবে ক্ষমতার জন্য আসন ভাগ–বাঁটোয়ারায় ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ–অভ্যুত্থানকে তারা গণ–অভ্যুত্থান বলেই স্বীকার করতে চায় না। তারা মনে করে, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ–অভ্যুত্থান হয়েছিল।’

আজ বুধবার বিকেলে নড়াইল শহরের পুরোনো বাস টার্মিনালে এনসিপির সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ–অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইয়েরা রাজপথে নেমেছিল সেই নতুন দেশ গড়ার জন্য।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপনারা যাঁরা এখানে এসেছেন, শুনেছেন—সারজিস আলম বলেছেন, নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল এই দেশকে পুনর্গঠন করা, দেশটাকে ভালোভাবে তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হতো, তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি।’

নাহিদ ইসলাম বলেন, ‘এই গণ–অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল—যাঁরা এই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, দলমত–নির্বিশেষে আমরা এই দেশকে নতুনভাবে গড়ে তুলব।’ জুলাই গণ–অভ্যুত্থানের একটি বছর পার হলেও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাননি উল্লেখ করেন তিনি বলেন, ‘এক বছরে আমরা পাইনি সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ। ফলে আমরা রাস্তায় নেমেছি আবার। আমরা আপনাদের কাছে যাচ্ছি, এলাকায় যাচ্ছি, দরজায় যাচ্ছি। আমরা বলছি, আমরা সেই তরুণেরা, যারা গণ–অভ্যুত্থান করেছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম। আমরা সেই তরুণেরা, যারা আবার এসেছি আপনাদের কাছে নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে, যারা কখনো আপস করিনি, লোভ করিনি। আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই, আপনারা গণ–অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন, আবারও সেই আস্থা রাখুন।’

নিজেদের স্বপ্নের কথা তুলে ধরে জনগণের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫৪ বছরের বাংলাদেশ আমরা দেখেছি। গত ১৬ বছরের ফ্যাসিস্ট সময়ও আমরা দেখেছি। সকল রাজনৈতিক দলকে আপনারা দেখে নিয়েছেন। এই নতুন তরুণ নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে, যারা আপনার কথা বলতে চায়। বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে গড়ে তুলতে চায়। এখন আপনাদের সামনে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে। আমরা চাই, আপনারা-আমরা মিলে ঐকমত্যের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলব। আমরা চাই, আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার–আমার কথা বলার অধিকার থাকবে, ভাত-কাপড়ের অধিকার থাকবে। বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে মাগুরা থেকে নড়াইলে আসেন এনসিপি কেন্দ্রীয় নেতারা।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম সাব্বির আহমেদ। সমাবেশে হাজারো মানুষের সমাগম ঘটে।

সমাবেশে আগের নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগেও নির্বাচন কমিশন ছিল—হুদা কমিশন, রকিব কমিশন। আমাদের নির্বাচন কমিশনাররা দিনের ভোট রাতে করে দিয়েছেন। তাঁরা পুলিশ-সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলাই ভোট কেটে রেখেছে। এমন শুনেছি, কবর থেকে মরা মানুষও ভোট দিয়েছে। এগুলো ছিল হুদা কমিশনের কাজ। এই হুদা কমিশনের নূরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে।’

এরপর হাসনাত আবদুল্লাহ বর্তমান নির্বাচন কমিশন নিয়ে বলেন, ‘গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে, শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা (নির্বাচন কমিশন) মিটিং করেছে আজকে। কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের এখনকার নির্বাচন কমিশন মিটিংয়ের আগেই ফলাফল জানিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক এনস প র আম দ র র জন য আপন র

এছাড়াও পড়ুন:

গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ

সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।

শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।

সম্পর্কিত নিবন্ধ