রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
Published: 10th, July 2025 GMT
ইউক্রেনে বুধবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০ ড্রোন ব্যবহার করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ শহর। এই হামলার পর রাশিয়ার ওপর আরও দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এতটাই শক্তিশালী হতে হবে, যাতে তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না। এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে।
এদিকে ইউক্রেন পুনর্গঠনে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, এ জন্য ‘মার্শাল পরিকল্পনার মতো’ একটি উদ্যোগ প্রয়োজন। আর আমাদের এটি একসঙ্গে গড়ে তোলা উচিত।
জেলেনস্কি নেতাদের বলেছেন, ‘এটি শুধু দান নয়, বরং একটি বিনিয়োগ। ইউক্রেন পুনর্গঠন করা কেবল আমাদের দেশের বিষয় নয়, এটি আপনাদের দেশ, আপনাদের কোম্পানি, প্রযুক্তি, কর্মসংস্থানের সঙ্গেও জড়িত। আমরা যেভাবে আমাদের দেশকে গড়ে তুলব, সেটি আপনাদের অবকাঠামো ও শিল্প খাতকেও আধুনিক করতে পারে।’
তিনি আরও বলেন, ‘জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের পুনরুদ্ধারে ব্যয় করতে হবে– এ ব্যাপারে ইউরোপের স্পষ্টভাবে একমত হওয়া উচিত। শুধু এই সম্পদগুলোর আয় নয়, বরং এসবের ব্যবহার করতে হবে। বর্তমানে যেভাবে ব্যবহার হচ্ছে, তার চেয়েও অনেক বেশি কার্যকরভাবে, বিশেষ করে জীবন বাঁচাতে সহায়তার জন্য সম্পদগুলো ব্যবহার করা দরকার।’
রুবিও-ল্যাভরভ বৈঠক
কিয়েভে হামলা জোরদারের মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তাদের বৈঠক হওয়ার কথা।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে একটি চুক্তির ব্যর্থ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘আমি পুতিনের ওপর খুশি নই।’ সপ্তাহের শুরুতে একটি কেবিনেট বৈঠকে ট্রাম্প পুতিনকে নিয়ে আরও বলেন, ‘তিনি সব সময় খুব ভালো ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত তা কোনো অর্থ বহন করে না।’ সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি ও এনবিসি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইউক র ন ব যবহ র কর ইউক র ন বল ছ ন র ওপর
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।
শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।