Risingbd:
2025-08-06@13:06:11 GMT

ডিপজলের জমি দখলের অভিযোগ

Published: 6th, August 2025 GMT

ডিপজলের জমি দখলের অভিযোগ

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের রাজধানীর কল্যাণপুরস্থ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ডিপজলের ভাড়া দেওয়া ‘নাভানা সিএনজি কনভার্সন সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর ও ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি তার ম্যানেজারের। 

ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। ডিপজলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেদিন আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন ব্যক্তি প্রতিষ্ঠানটিতে জোর করে প্রবেশ করেন। তারা নাভানার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড টানানোর চেষ্টা চালান। ডিপজলের পক্ষ থেকে এ বিষয়ে ম্যানেজার মো.

আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৭৮) করেছেন। 

এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও ও জিডির কপি পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, “আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়। এ সময় তারা আমাদের কর্মচারীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে। তাদের এই কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।” 

আরো পড়ুন:

মামলার পর মুখ খুললেন ডিপজল

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

এ ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা বলছেন—গত কয়েক মাস ধরে একটি কুচক্রী মহল নানা মামলা-মোকদ্দমা ও চাপের মাধ্যমে ডিপজলকে হয়রানি করছে।  

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, “ডিপজল শুধু একজন শিল্পী নন, তিনি চলচ্চিত্রের অকৃত্রিম বন্ধু। দীর্ঘদিন ধরে তিনি শিল্পী ও কলাকুশলীদের পাশে থেকেছেন। অথচ এখন তার জমি ও ব্যবসা দখলের অপচেষ্টা চলছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” 

চলচ্চিত্র অঙ্গনের এই জনপ্রিয় মুখ ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র স ইনব র ড চলচ চ ত র ড পজল র র রহম ন আম দ র

এছাড়াও পড়ুন:

ফেনীতে পাউবো কার্যালয়ে দুদকের অভিযান

বারবার বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে ফেনী। কোটি কোটি টাকার প্রকল্প নেওয়ার পরও দুর্নীতি ও অনিয়মের কারণে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না ফেনীবাসী। অভিযোগের তীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দিকে। তাই, পাউবো কর্মকর্তাদের দুর্নীতি খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) সকালে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি দল ফেনী পাউবো কার্যালয়ে অভিযান চালায়। এ সময় উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ দুদকের কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রকল্প, আর্থিক লেনদেন ও নথিপত্র যাচাই করেন।

দুদক জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে ফুলগাজী ও পরশুরামের ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা সরেজমিন পরিদর্শন করা হবে। অভিযান শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

গত কয়েক বছরে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফেনীর বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় প্রাণ হারান ২৯ জন, ক্ষতি হয় শত কোটি টাকার। এ বছরও দুই দফা বন্যায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৪০ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের কাজ ছিল দায়সারা। প্রকল্পে বরাদ্দ থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর সংস্কার হয়নি। বছরের পর বছর একই জায়গায় বারবার বাঁধ ভাঙার পরও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই ‘ফেনীর নাগরিক সমাজ’ পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করে। দুর্নীতির বিষয়ে তদন্ত এবং অনিয়মে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেছেন, “বিভিন্ন মহল থেকে আসা অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি। প্রাথমিকভাবে নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। এরপর সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।”

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সম্পর্কিত নিবন্ধ